রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৯:১৭ অপরাহ্ন

হাতিয়ায় করোনা সচেতনতা ও খাদ্য সহযোগিতা প্রদান

হাতিয়া প্রতিনিধি : হাতিয়ায় করোনা ভাইরাসের কারণে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে খাদ্য জীবনুনাশক স্প্রে এবং মাস্ক বিতরণ করেছে বেজুগালিয়া মানবিক সংগঠন ।

গত ২ আগষ্ট রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত সচেতনতা বৃদ্ধির জন্য খাদ্যের পাশাপাশি জীবানুনাশক স্প্রে এবং মাস্ক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি রাসেল চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি, আকবর হোসেন সুজন, সাধারণ সম্পাদক, আমির হোসেন সাংগঠনিক সম্পাদক, মোঃ আরাফাত সহ বেজুগালিয়া মানবিক সংগঠন এর সদস্যরা ।

বেজুগালিয়া মানবিক সংগঠনের সহ সভাপতি আকবর হোসেন সুজন বলেন, মানুষ মানুষের জন্য। বিশ্বব্যাপী ছড়িয়েপড়া মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় আমাদের সকলকে সচেতন থাকতে হবে। সবাই সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা দ্রুতই করোনা ভাইরাস থেকে পরিত্রাণ পাব।

এজন্যই আমরা সচেতনতা বৃদ্ধির লক্ষে কাজ করে যাচ্ছি এবং ত্রান সহোযোগিতা অব্যাহত রাখছি।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: