মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৮:৪৪ পূর্বাহ্ন

মেঘনায় অবৈধ বালু উত্তোলন করার কারনে ৬ জনের জেল ২ ড্রেজার জব্দ

নিউজ ডেস্ক :: কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের অন্তরগত মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ জনকে একমাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এ সময় ২টি ড্রেজারও জব্দ করা হয়েছে।
মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায় এর নেতৃত্বে গতকাল ৩০/১০/২০২০ শুক্রবার দিনভর উপজেলার মেঘনা নদীর নলচর, মৈশারচর, তালতলি সাপমারা এলাকায় এ অভিযান চালানো হয়েছে।

ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজাপ্রাপ্তরা হলেন-শহীদ মিয়া (৩০), আশাদ উল্লাহ (৩৫), ইকবাল হোসেন (২৭), মামুন মিয়া (৩০), আলমাস মিয়া (৫৫) ও জনি(২২)।
মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায় সাংবাদিকদের বলেন, হাইকোর্টের স্থগিতাদেশ এবং পেরিফেরি এলাকার সীমানা লংঘন করায় মোবাইল কোর্টের মাধ্যমে ৬জনকে একমাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান এবং অবৈধ বালু উত্তোলনের দায়ে দু’টি ড্রেজার জব্দ করা হয়েছে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: