শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:৪৫ অপরাহ্ন

শিরোনাম
চৌদ্দগ্রামে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ, প্রখর রোদে মুসল্লিদের কান্না হাতিয়ায় সৈকতে দেখা মিলল ‘ইয়েলো বেলিড সি স্নেক’ ফসলি জমি কেটে মাটির ব্যবসা: ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকা জরিমানা মাটি ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদে কুমিল্লার মফিজুর রহমান বাবলু সিনেমা হলে দেখা যাবে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের গল্প দেশে পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এশিয়া : ডাব্লিউএমও নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ মিছিল জাতি হিসেবে আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে গেছে মুজিবনগর সরকার-ধর্মমন্ত্রী

আগৈলঝাড়া প্রেসক্লাব নির্বাচন : হারুন সভাপতি, তপন সম্পাদক নির্বাচিত

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি :: বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও ২০২১ সালের কার্যকরি কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
প্রেসক্লাব কার্যালয়ে আহবায়ক কেএম আজাদ রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার অনুষ্ঠিত প্রথম অধিবেশনে ২০২০ খ্রিঃ বার্ষিক আয়-ব্যয় ও প্রতিবেদন পেশ করেন আহবায়ক কেএম আজাদ রহমান।

বিকেলে দ্বিতীয় অধিবেশনে ২০২১ সনের কার্য নির্বাহী কমিটিতে দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি সরদার হারুন রানা সভাপতি, দৈনিক দিনকাল প্রতিনিধি মোঃ মাহবুবুল ইসলাম (মাহবুব) সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচত হয়েছেন ইত্তেফাক সংবাদদাতা তপন বসু। নির্বাচন কমিশনারের দ্বায়িত্ব পালন করেন বিদায়ী আহবায়ক কেএম আজাদ রহমান।

নির্বাচনে পূর্ববর্তি অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

বক্তারা আগৈলঝাড়া তথা দেশের সুনাম বজায় রেখে নিরপেক্ষ সংবাদ পরিবেশনের জন্য প্রেসক্লাব সাংবাদিকদের প্রতি আহবান জানান।

কার্য নির্বাহী কমিটির অপর সদস্যরা হলেন যুগ্ম সম্পাদক এমএম ওমর আলী সানি, কোষাধ্যক্ষ মো. জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক পলাশ দত্ত, তথ্য ও প্রচার সম্পাদক এফএম নাজমুল, নির্বাহী সদস্য- কেএম আজাদ রহমান, অপূর্ব লাল সরকার, মো. সাইফুল ইসলাম, শামীমুল ইসলাম শামীম, বরুণ বাড়ৈ, স্বপন দাস। সাধারণ সদস্য ওয়াসিম ভুইয়া সেলিম, প্রবীর বিশ্বাস ননী, জয় রায়, রিপন বিশ্বাস, মনিরুজ্জামান, মৃদুল দাস, মারুফ মোল্লা।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: