বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৩:৫০ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে বিলুপ্ত প্রজাতির মেছোবাঘ আটক।

নিউজ ডেস্ক :: রাজধানী ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কাঠালতলী গ্রামে ৩ ফুট লম্বা বিলুপ্ত প্রায় একটি মেছু বাঘ আটক করেছে স্থানীয় এক খামারি। আজ ১৯ জানুয়ারি (মঙ্গলবার) সকালে তার শিয়াল ধরার ফাঁদে বড় একটি মেছু বাঘ দেখতে পান খামারি হোসেন ঢালি। খবরটি চারিদিকে ছড়িয়ে পড়লে বাঘটি দেখতে হাজার হাজার উৎসুক জনতা ভীড় করে তার বাড়িতে। পরে স্থানীয় এক ব্যক্তি সাংবাদিকের মাধ্যমে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ কে খবর দিলে তিনি সাথে সাথে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার মাধ্যমে প্রাণীটিকে উপজেলায় নিয়ে আসেন। বাঘ আটকের ঘটনা এই এলাকায় এটাই প্রথম বলে জানিয়েছে স্থানীয়রা।

খামারি হোসেন ঢালি জানান, কয়েকদিনে আমার প্রায় ১০ টি হাঁস খোয়া গেলে আমি একটি বড় খাচা তৈরি করি। গতকাল খাঁচায় একটি মুরগী রেখে ফাঁদ পাতলে সকালে উঠে দেখি বড় একটি মেছু বাঘ ধরা পড়েছে।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জাহির উদ্দিন বলেন, এটা মেছু বাঘ! এটি বিলুপ্ত প্রায় একটি প্রানী। এরা গাছেও উঠতে পারে।এর জোড়া বা বাচ্চাও থাকতে পারে।আমরা প্রাণীটিকে উদ্ধার করে আমাদের জিম্মায় নিয়েছি, আমাদের ইউএনও মহোদয় ঢাকা চিড়িয়াখানার কিউরেটর এর সাথে আলোচনা করেছেন। যত দ্রুত সম্ভব আমরা প্রাণীটিকে চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করব।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: