শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:১২ পূর্বাহ্ন

নরসিংদীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল ২০২০ ফাইনাল অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি :: ‘শাস্বত পথে দিচ্ছে ডাক, জেলা প্রশাসক গোল্ডকাপ’ এই স্লোগানকে সামনে রেখে ফাইনাল খেলার মধ্যদিয়ে শেষ হল নরসিংদী জেলা গোল্ডকাপ ফুটবল-২০২০। ফাইনাল খেলা অংশ নেয় নরসিংদী সদর উপজেলা বনাম পলাশ উপজেলা।

রবিবার বিকেলে নরসিংদীর মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলার উদ্বোধন ঘোষণা ও পুরস্কার বিতরণ করেন শিল্প মন্ত্রী এ্যাড. নূরুল মজিদ হুমায়ুন এমপি।

নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় বিশেষ অতিথি হিসেবে মাঠে উপস্থিত থেকে প্রতিদ্বন্ধিতা মূলক এ খেলা উপভোগ করেন, নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুল, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট (এডিএম) মোশফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগর। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহীনুল ইসলাম ভূইয়া।

খেলার পূর্বে প্রধান অতিথি শিল্প মন্ত্রী এ্যাড. নূরুল মজিদ হুমায়ুন এমপি ও জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন অন্যান্য অতিথিদের সাথে নিয়ে উভয় দলের খেলোয়ারদের সাথে পরিচিত হন। প্রতিদ্বন্ধিতা মূলক খেলায় পলাশ উপজেলা দল সদর উপজেলা দলকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে। খেলার দ্বিতীয়ার্ধে বিজয় দলের বিদেশি খেলোয়ার ডায়মন্ড জয় সূচক গোলটি করেন।

খেলা শেষে অতিথিগণ উভয় দলের কর্মকর্তাদের হাতে যথাক্রমে চ্যাম্পিয়ান ও রানার আপ টফি এবং প্রাইজ মানি তুলে দেন। খেলাটি জোনাকী টেলিভিশনসহ স্থানীয় অন্যান্য গণমাধ্যম গুলো সরাসরি সম্প্রচার করে। এর আগে শিল্পমন্ত্রী মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামের তোরণ নির্মান কাজের শুভ উদ্বোধন করেন।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: