শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:৩৫ অপরাহ্ন

শিরোনাম
দেশের স্বার্থ বিরোধী কাজের সাথে যারাই জড়িত, তারাই মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী – আনু মুহাম্মদ উপজেলা পরিষদ নির্বাচনে  প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে হবে- সুবর্ণচর উপজেলা আ.লীগ হাতিয়ার উন্নয়নে সরকারের স্মার্ট বাংলাদেশ কর্মসূচিকে কাজে লাগানো হবে – মোহাম্মদ আলী এমপি সুপ্রিম কোর্টের নির্দেশে ৩৯ বছর পর জমি ফিরে পেলেন যদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার শিবালয়ে ১৫তম  মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়াবিদরা দেশের জন্য সম্মান বয়ে আনছে- ধর্মমন্ত্রী উজিরপুরে সৎসঙ্গ ফাউন্ডেশনের সেমিনার অনুষ্ঠিত শিবালয়ে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত লঞ্চের দড়ি ছিঁড়ে ৫ জনের মৃত্যু : আসামিদের তিন দিনের রিমান্ড ঈদের দিনে সদরঘাটে দুর্ঘটনায় ঝরল ৫ প্রাণ

দিনাজপুর জেলা রোভার ৩ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ অতিক্রম করেন

দিনাজপুর প্রতিনিধি :: বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর জেল রোভারের আয়োজনে প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড (PRS) অর্জনের উদ্দেশ্যে পরিভ্রমণ ব্যাজ সম্পন্ন করার নিমিত্তে ৩ জন রোভার স্কাউট ৩ টি প্রতিপাদ্য বিষয় নিয়ে ১৫০ কিলোমিটার পথ পায়ে হাঁটেন পরিভ্রমণ শুরু করলে গতকাল শনিবার তা শেষ হয়। তাদের পরিভ্রমণের প্রতিপাদ্য বিষয় গুলো ছিলো ১.”মুজিববর্ষে রোভারিং করি,ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলি” ০২.“গাছ লাগিয়ে ভরব এ দেশ, তৈরী করবো সুখের পরিবেশ”০৩.”প্লাস্টিক বর্জন করি, সুন্দর বাংলাদেশ গড়ি”।

তাদের পরিভ্রমণের যাত্রাটি গত ২৬ জানুয়ারি দিনাজপুরের হাজী মোহাম্মাদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে শুরু হয়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শনিবার (৩০ জানুয়ারী) বিকেল ৫ টায় শেষ হয়।

যাত্রা শেষ কালে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সদস্যরা।

এই পদযাত্রার ৩ জন রোভার হলেন শেখ সাদীর জায়গায় সাদী চৌধুরী (দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), মোঃ কারিমুর ইসলাম (দিনাজপুর ইনস্টিটিউট সাইন্স এন্ড টেকনোলজি, মো: রাশেদুল ইসলাম (বিরল সরকারি কলেজ)।

এ সময় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ এর সিনিয়র রোভার মেট শেখ সাদীর জায়গায় সাদী চৌধুরী জানান, আলহামদুলিল্লাহ, আজকে সাফল্যের সাথে পরিভ্রমণ সমাপ্ত করলাম। ২৬-৩০ জানুয়ারী পর্যন্ত পায়ে হেঁটে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ( বীরগঞ্জ, খানসামা, দেবীগঞ্জ, ডোমার, নীলফামারী, সৈয়দপুর, পাগলাপীর) ১৫০ কিঃমিঃ ভ্রমণ করি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে পরিভ্রমণ শেষ হয়।

প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি প্রফেসর ড. ফাহিমা খান ম্যাম( সম্পাদক, হাবিপ্রবি রোভার স্কাউট গ্রুপ) ও প্রফেসর ড. শাহাদাত হোসেন খান লিখন স্যার (কোষাধ্যক্ষ, হাবিপ্রবি রোভার স্কাউট গ্রুপ) যাদের নির্দেশনায় পরিভ্রমণে বের হতে পারি। ইমরান পারভেজ স্যার ( গ্রুপ সভাপতি, হাবিপ্রবি রোভার স্কাউট গ্রুপ ) পরিভ্রমণ করার অনুমতি দেওয়ার জন্যে ধন্যবাদ জানাচ্ছি। আমার আরএসএল সাইফুদ্দিন দুরুদ স্যার ২৬ তারিখ তীব্র শীতের সকালে এসে বিদায় দেয় সেজন্যে স্যারের নিকট আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি৷ আসম মাহবুবুর রহমান স্যার, জেসমিন নাহার ম্যামকেও ধন্যবাদ জানাচ্ছি। সাবেক সিনিয়র রোভারমেট মোঃ হাসানুজ্জামান বান্না ও এমডি আলভিস ভাইয়া দিকনির্দেশনা জন্যে ধন্যবাদ জ্ঞাপন করছি৷

সার্বিক ভাবে গাইড করার জন্যে কুমাম সোহেল স্যার স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। জেলা সম্পাদক মোঃ জহুরুল হক, বিভাগীয় প্রতিনিধি শামীম আহমেদ ভাইকে প্রোগ্রামের চিঠিপত্র ও আনুষঙ্গিক কাজে জন্যে কৃতজ্ঞতা জানাচ্ছি।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এসআরএম রেজাউল করিম ভাইয়া ও রোভারমেট মোঃ লাভলো সরকার ভাইয়া যাদের উৎসাহে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পরিভ্রমণ শেষ করতে পারি৷

পিআরএস কাজী জুবায়ের হোসেন ভাইয়া, পিআরএস ফারুক একিউম্যান ভাইয়া, পিআরএস আনোয়ারুজ্জামান মুরাদ ভাইয়াকে ধন্যবাদ জানাচ্ছি যে উনাদের পরামর্শ ব্যতীত পরিভ্রমণ সম্পন্ন করার সম্ভব হত নাহ্।

এছাড়া দিনাজপুর জেলা রোভার, নীলফামারী জেলা রোভার ও রংপুর জেলা রোভারের সকল আরএসএল ও রোভারদের সহযোগিতা করার জন্যে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ
মোঃ করিমুল ইসলাম, রাশেদুল ইসলাম ভ্রমণ সঙ্গী হওয়ার জন্য।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: