শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০২:৩৬ অপরাহ্ন

মুলাদী উপজেলা সমিতি ঢাকার শীত বস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার :: গত ২৯ ও ৩০ জানুয়ারি মুলাদী উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে উপজেলার ৭টি ইউনিয়নে শীত বস্ত্র বিতরণ করা হয়। এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. হারুন-অর-রশিদ বিশ্বাস। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মুলাদী উপজেলা ঢাকার সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মোল্লা।

স্বাগত বক্তব্য রাখেন শীত বস্ত্র বিতরণ উপ-কমিটির আহ্বয়াক ও মুলাদী উপজেলা সমিতি ঢাকার সাংগঠনিক সম্পাদক এ্যাড. মোঃ হাবিবুর রহমান। শীত বস্ত্র বিতরণ উপ-কমিটির সদস্য সচিব ও মুলাদী উপজেলা সমিতি ঢাকার যুগ্ম সাধরণ সম্পাদক এস এম জহিরুল ইসলামের সঞ্চলনায় এ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুল বারী, মুলাদী উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস, মুলাদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফয়েজ উদ্দিন, বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, ঢাকা মহানগর পুলিশের এন্ট্রি ট্যারিরিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনছার উদ্দিন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মুলাদী উপজেলা সমিতি ঢাকার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জহির উদ্দিন খসরু, সফিপুর ইউপি চেয়ারম্যান আবু মুসা হিমু মুন্সী, নাজিরপুর ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত জাপান, কাজিরচর ইউপি চেয়ারম্যান মন্টু বিশ্বাস, গাছুয়া ইউপি চেয়ারম্যান মোকসেদ আলম মীর।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুলাদী উপজেলা সমিতি ঢাকার সহ-সভাপতি হাজী মোয়াজ্জেম হোসেন, বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম পাইক, দপ্তর সম্পাদক কাজী আবুল হাসনাত হিমেল, সহ-দপ্তর সম্পাদক প্রভাষক এনামুল হক বিপ্লব, পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোজাম্মেল হোসেন শরীফ, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, সমাজ কল্যান সম্পাদক আবুল বাসার, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ কাউছার হোসেন, কার্যকরি সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ মহসিন উদ্দিন খান, ওমর ফারুক, কে এম জামান, ছাইফুল ইসলাম রাজিব, আবু কায়ছার লিয়ন প্রমুখ। কর্মসূচি পালনকালে প্রধান অতিথি ড. হারুন-অর-রশিদ বিশ্বাস বলেন, অসহায় দারিদ্র মানুষের পাশে বিত্তবানদের সবসময় অবিভাবকের ভুমিকা পালন করতে হবে। সব এলাকার বিত্তবানরা মানবিক হলে সুবিধা বঞ্চিত মানুষের কষ্ট অনেকাংশেই লাঘব হবে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: