শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:০৬ পূর্বাহ্ন

শিবালয় উপজেলা প্রশাসনের করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী :: শিবালয়ে করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের নিমিত্তে শিবালয় উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। শিবালয় উপজেলা পরিষদের সভা কক্ষে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার বি, এম, রুহুল আমিন রিমন সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন শিবালয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউর রহমান খান জানু।

সভায় কোভিড -১৯ মহামারী মোকাবেলায় নিয়োজিত ব্যবস্থা কর্মীগণ,সম্মুখ সারির কর্মী, রোগ প্রতিরোধ ক্ষমতা হীন জনগোষ্ঠী, বয়োজ্যেষ্ঠ জনগোষ্ঠী, দীর্ঘ মেয়াদি রোগে আক্রান্ত প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর অগ্রাধিকার তালিকা প্রণয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও সভায় ভ্যাকসিন প্রদান কার্যক্রম বাস্তাবায়ন করা বিষয়ে আলোচনা সহ ভ্যাকসিন বিভিন্ন ইউনিয়ন কেন্দ্রে সংরক্ষণ, পরিবহন, এবং প্রদান কেন্দ্রের নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শিবালয় থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ ফিরোজ কবির, সহকারী কমিশনার ভূমি ফারশিদ বিন এনাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মিরাজ হোসেন লালন ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান রুনা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা সুদেব রায়, সমাজ সেবা কর্মকর্তা পলাশ হোসেন, কৃষি কর্মকর্তা মোঃ রিয়াজুর রহমান, শিবালয় উপজেলা প্রেসক্লাবের সভাপতি বাবুল আক্তার মঞ্জু, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, দৈনিক ভোরের ডাক এর শিবালয় প্রতিনিধি মোঃ হাসান চৌধুরী, আনন্দ টেলিভিশন মানিকগঞ্জ জেলা প্রতিনিধি দেবাশীষ ঘোষ জয়, দৈনিক বাঙলার জাগরণ মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ আকাশ চৌধুরী সাংবাদিক সুমন হোসেন সহ শিবালয় উপজেলা বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিব গণ।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: