সোমবার, ০৫ Jun ২০২৩, ০৫:০৭ অপরাহ্ন

শিরোনাম
শিশুদের হাতে ২০৪১ এর বাংলাদেশের চাবিকাঠি- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৮৮ আটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকায় না গেলে কিচ্ছু যায় আসে না: প্রধানমন্ত্রী বাজেট প্রত্যাখ্যান করে বাসদ এর বিক্ষোভ অনুষ্ঠিত দেশ ছেড়ে পালানোর অভ্যাস বিএনপির, আওয়ামী লীগের নেই: এনামুল হক শামীম ষড়যন্ত্র করে হুমকি দিয়ে শেখ হাসিনাকে থামানো যাবে না : মায়া সুন্দরগঞ্জে তিস্তা নদী ভাঙন এলাকা পরিদর্শনে সাংসদ শামীম ফেনী জেলা জাতীয় পার্টির সহসভাপতি মানু মিয়া পাটোয়ারীকে হত্যার চেষ্টা অনৈতিক সম্পর্কের অভিযোগে আটক বিজিবি সদস্যকে উদ্ধার শিবালয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে সীমানা প্রাচীর নির্মাণের উদ্বোধন

লক্ষ্মীপুর প্রতিনিধি :: লক্ষ্মীপুর সদর উপজেলা দালাল বাজারে লক্ষ্মীনারায়ণ জমিদার বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ কাজের শুভ উদ্ভোদন করা হয়েছে। শনিবার ২৭ ফেব্রুয়ারী বিকেল উদ্ভোধন করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (যুগ্মসচিব) মোঃ আতাউর রহমান এবং লক্ষ্মীপুর জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোসাইন আকন্দ।

এসময় অধিদপ্তরের মহাপরিচালক আতাউর রহমান বলেন, এখানে অধিদপ্তর কর্তৃক নতুন কিছু হলে এলাকার জনগণই এর সুফল ভোগ করবে, আমরা নই। প্রত্নতত্ত্ব কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক পরিচালককে উদ্দ্যেশে করে তিনি আরো বলেন, এখানে আপনাদের কাজ করতে গিয়ে কোন রকম ব্যাঘাত সৃষ্টি হলে তাৎক্ষনিক জেলা প্রশাসককে অবহিত করার জন্য নির্দেশ প্রদান করেন।

এতে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভুঁইয়া, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) খন্দকার মাহববুবুর রহমান, প্রত্নতত্ত্ব চট্রগ্রাম (কুমিল্লা) ও সিলেট অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. মোঃ আতাউর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, সহকারী কমিশনার সদর (ভূমি) মোঃ মামুনুর রশীদ, অধিদপ্তরের প্রত্নতাত্ত্বিক প্রকৌশলী ফিরোজ আহমদ, দালাল বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক পুলেন বরুয়া, প্রত্নতাত্ত্বিক উপ সহকারী প্রকৌশলী রিফাত হাসান, দালাল বাজার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান মাস্টার, বীর মুক্তিযোদ্ধা মনা বাকশাল, দালাল বাজার ইউনিয়ন ভূমি সহকারি আবদুর শহিদ।

এছাড়া গণমাধ্যম কর্মিদের মধ্যে উপস্হিত ছিলেন, দৈনিক জনতার স্টাফ রিপোর্টার ও লক্ষ্মীপুর সাংবাদিক কল্যান সংস্হা’র সভাপতি ভাস্কর বসু রায় চৌধুরী, দৈনিক ভোরের আলো জেলা প্রতিনিধি মোঃ ফয়সাল কবির, দৈনিক মাতৃভূমির জেলা প্রতিনিধি আমজাদ হোসেন, নাগরিক কাগজের জেলা প্রতিনিধি হোসেন চৌধুরীসহ স্হানীয় নানান পেশার মানুষ।

জানা য়ায়, সংস্কৃতি মন্ত্রণালয় কর্তৃক ২৫ ফেব্রুয়ারী তারিখের ৪৩.২৩.১৯০০.১২৯. ৩০.০০১.২০.২ স্মারকে ইস্যু হওয়া এক প্রজ্ঞাপনে লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজারস্হ লক্ষ্মী নারায়ণ জমিদার বাড়ির সীমানা নির্মাণ কাজ ২৭ ফেব্রুয়ারী উদ্ভোধন করার সিদ্ধান্ত হয় এবং বিষয়টি চিঠির মাধ্যমে লক্ষ্মীপুর জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ঠ সকল দফতরকে অবহিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: