শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:১৪ অপরাহ্ন

শিরোনাম
দেশের স্বার্থ বিরোধী কাজের সাথে যারাই জড়িত, তারাই মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী – আনু মুহাম্মদ উপজেলা পরিষদ নির্বাচনে  প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে হবে- সুবর্ণচর উপজেলা আ.লীগ হাতিয়ার উন্নয়নে সরকারের স্মার্ট বাংলাদেশ কর্মসূচিকে কাজে লাগানো হবে – মোহাম্মদ আলী এমপি সুপ্রিম কোর্টের নির্দেশে ৩৯ বছর পর জমি ফিরে পেলেন যদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার শিবালয়ে ১৫তম  মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়াবিদরা দেশের জন্য সম্মান বয়ে আনছে- ধর্মমন্ত্রী উজিরপুরে সৎসঙ্গ ফাউন্ডেশনের সেমিনার অনুষ্ঠিত শিবালয়ে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত লঞ্চের দড়ি ছিঁড়ে ৫ জনের মৃত্যু : আসামিদের তিন দিনের রিমান্ড ঈদের দিনে সদরঘাটে দুর্ঘটনায় ঝরল ৫ প্রাণ

নোয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক যুবককে কুপিতে আহত

নোয়াখালী প্রতিনিধি :: জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নোয়াখালী কোম্পানীগঞ্জের চরহাজারী গ্রামের আবদুল মান্নান সুকানীর বাড়ির মৃত মোহাম্মদ মোস্তাফার ছেলে আলা উদ্দিনকে হত্যার উদ্দেশ্যে একই বাড়ির ভূমিগ্রাসী ও সন্ত্রাসী আবদুল্যাহ দুলালের নেতৃত্বে একদল সন্ত্রাসী গত বৃহস্পতিবার সকালে দেশীয় অস্ত্র-সস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করে। মারাত্মক আহত অবস্থায় আলা উদ্দিনকে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হসপিটালে ভর্তি করানো হয়েছে। এ ঘটনায় আলাউদ্দিন বাদি হয়ে কোম্পানীগঞ্জ থানায় ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন। গতকাল রবিবার আসামিরা আদালতে হাজিরা দিতে গেলে আদালত প্রধান আসামি আবদুল্যাহ দুলালকে জেল হাজতে প্রেরণ করেন।

মামলার এজহার সূত্রে জানা যায়, চর হাজারী গ্রামের আবদুল মান্নান সুকানীর বাড়ির মৃত মোহাম্মদ মোস্তাফার ছেলে আলা উদ্দিনের সাথে দীর্ঘ দিন থেকে একই বাড়ির আবদুল্যাল দুলালগংদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে এলাকায় বহু শালিস-দরবার হলেও আবদুল্যাল দুলালগং শালিস না মানায় তা সমাধান হয়নি। গত বৃহস্পতিবার সকালে আলা উদ্দিন তাদের পারিবারিক কবরস্থানে গাছ কাটতে গেলে সন্ত্রাসী আবদুল্যাল দুলাল (৫০), ফাহিম (২১), কিশোরগ্যাং সদস্য ইমরান হোসেন (২৩) সামি (১৮) মিজান উদ্দিন লাট্টু (২৭), নুর আলম ও নুরুজ্জামান একত্রিত হয়ে দেশীয় অস্ত্র-সস্ত্র, লোহার রড ও লাঠি-সোটা দিয়ে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করে।

এসময় সন্ত্রাসীরা আলা উদ্দিনের সাথে থাকা নগদ অর্থ ও ৭০হাজার টাকা দামের আইফোন নিয়ে যায়। শৌর-চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা এটা নিয়ে বাড়াবাড়ি করলে প্রাণে হত্যারও হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, গত বৃহস্পতিবার আলা উদ্দিন বাদি হয়ে ৭জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলার আলোকে আমরা আসামীদের গ্রেফতারের চেষ্টা করেছি। পলাতক থাকায় আসামিদের গ্রেফতার করতে পারি নি। জেল হাজতে প্রেরণের বিষয়ে তিনি এখনো কোন তথ্য পাননি বলে জানান।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: