বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০১:২৪ অপরাহ্ন

শিরোনাম
হাতিয়ার উন্নয়নে সরকারের স্মার্ট বাংলাদেশ কর্মসূচিকে কাজে লাগানো হবে – মোহাম্মদ আলী এমপি সুপ্রিম কোর্টের নির্দেশে ৩৯ বছর পর জমি ফিরে পেলেন যদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার শিবালয়ে ১৫তম  মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়াবিদরা দেশের জন্য সম্মান বয়ে আনছে- ধর্মমন্ত্রী উজিরপুরে সৎসঙ্গ ফাউন্ডেশনের সেমিনার অনুষ্ঠিত শিবালয়ে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত লঞ্চের দড়ি ছিঁড়ে ৫ জনের মৃত্যু : আসামিদের তিন দিনের রিমান্ড ঈদের দিনে সদরঘাটে দুর্ঘটনায় ঝরল ৫ প্রাণ সৌদির সাথে মিল রেখে নোয়াখালীর ৪ গ্রামে ঈদ উদযাপন নোয়াখালীতে দুর্বৃত্তরা ঘর আগুনে পুড়ে দিয়েছে, ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

পাটগ্রামে আন্তঃজেলা মোটরসাইকেল চোরাচালান চক্রের ৫ সদস্য আটক

লালমনিরহাট প্রতিনিধি :: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোরাচালান চক্রের ৫ জন সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় চুরি যাওয়া তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। সোমবার (১৫ মার্চ) দুপুরে আন্তঃজেলা চোরাচালান চক্রের ওই ৫ সদস্যকে লালমনিরহাট আদালতে পাঠানো হয়।

এর আগে গতকাল রবিবার (১৪ মার্চ) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও চোরাই মোটরসাইকেল উদ্ধার করেন পাটগ্রাম থানা পুলিশ। মোটরসাইকেল চুরির ঘটনায় ঐ উপজেলার জোংড়া ইউনিয়নের আলাউদ্দিন নগর এলাকার সাইফুর রহমান বাদী হয়ে পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন।

চোরাচালান চক্রের গ্রেপ্তারকৃত সদস্যরা হলেন, উপজেলার জগতবেড় ইউনিয়নের ভেরভেরির হাট গ্রামের নুরুজ্জামানের ছেলে মোঃ মেহেদী হাসান মোহন (২০), বুড়িমারী ইউনিয়নের উফারমারা গুড়িয়াটারি গ্রামের রফিকুল ইসলামের ছেলে সেলিম আলম ওরফে মামুন (২২), পাটগ্রাম পৌরসভার ৪ নং ওয়ার্ড বানিয়াপাড়া এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে মোঃ রনি (২২), পাটগ্রাম পৌরসভার ৭ নং ওয়ার্ড রহমানপুর আনন্দবাজার এলাকার রবিউল ইসলামের ছেলে শাহিন ইসলাম (২১), পাটগ্রাম পৌরসভার ২ নং ওয়ার্ড সোহাগপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মাহফুজার রহমান ওরফে লিটু হোসেন (২২)।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলার জোংড়া ইউনিয়নের আলাউদ্দিন নগর এলাকার সাইফুর রহমানের বাবা মোটরসাইকেল মসজিদের পাশে রেখে নামাজ পড়তে যায়। নামায পড়া শেষে তিনি মোটরসাইকেল খুজে পান না। বিষয়টি পুলিশ প্রশাসনকে অবগত করলে, পুলিশ সুপার আবিদা সুলতানা ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) তাপস সরকারের নির্দেশনায় পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্তের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনার প্রস্তুতি গ্রহণ করে।

পরে চুরি যাওয়া ওই মোটরসাইকেলের সূত্রধরে আন্তঃজেলা মোটরসাইকেল চোরাচালান চক্রের ৫ জন সদস্যকে গ্রেপ্তার ও তিনটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিদের তথ্যমতে জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ও রংপুর শহর হতে চুরি হওয়া তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল চোরাচালান চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়ছে। গ্রেপ্তারকৃতদেরকে আজ দুপুরে আদালতের পাঠানো হয়েছে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: