শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:৫৩ পূর্বাহ্ন

মানিকগঞ্জের ঘিওরে মোবাইল কোর্ট অভিযানে নগদ অর্থদণ্ড আদায়

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী : মানিকগঞ্জের ঘিওরে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। জানা যায়, আজ (১৩মে ) বুধবার উপজেলার ঘিওর বাজার ও তার আশে পাশের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার।

সরকারি আদেশ অমান্য করে মার্কেট খোলা রাখা, অযথা ঘোরাঘুরি, চানাচুর কারখানায় নোংরা, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করা, মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে ৫টি মামলায় (১) মোঃ শহিদুল ইসলাম , ঘিওরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ এবং ৪০ ধারায় ৫,০০০/- টাকা, (২) সুভাষ চন্দ্র দাস ঘিওরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ এবং ৫৩ ধারায় ২,০০০/- টাকা (৩) মোস্তাফিজুর, ঘিওরকে দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারায় ১০০/- টাকা, (৪) মোঃ জাহাঙ্গীর, ঘিওরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ এবং ৫৩ ধারায় ২০,০০০/- টাকা, (৫) তাপস(৩০), বাবুল চন্দ্র, ঘিওরকে দণ্ডবিধি, ১৮৬০ এর ১৮৮ এবং ২৬৯ ধারায় ২০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এসময় ঘিওর উপজেলা নির্বাহী অফিসার বলেন -জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: