শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:৫৬ পূর্বাহ্ন

মানিকগঞ্জের ঘিওরে নদী থেকে অবৈধভাবে ড্রেজিং দিয়ে অবৈধ মাটি উত্তোলন

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী :: মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঘিওর ইউনিয়নের ঘিওর শ্বস্মান ঘাট এলাকার পিছন দিয়ে প্রবাহিত ধলেশ্বরী নদীতে চলছে অবৈধভাবে বালু উত্তোলণের কাজ। নদীতে বাল্কহেড ও ছোট ট্রলার দিয়ে এ অবৈধ বালু উত্তোলন করছে একদল প্রভাবশালী ব্যক্তি।

ট্রলারে ড্রেজিং করার মেশিন বসিয়ে চলছে এই রমরমা ব্যবসা। এতে ক্ষতিগ্রস্ত এলাকার জনগণ। অবৈধভাবে এইসব ড্রেজিংয়ের মাধ্যমে বালু উত্তোলন করলে আশেপাশের এলাকার ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান এলাকার সাধারন মানুষ। ভুক্তভোগী নাম প্রকাশে অনেচ্ছৃক এক ব্যক্তি জানান, এই ড্রেজিংয়ের মাধ্যমে তার জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের কাছে বালু উত্তোলন বন্ধ করার দাবি জানালে জবাবে প্রভাবশালী ব্যক্তিরা কিছুই বলেনা।

এলাকাবাসীরা জানান, নদীর তীরবর্তী এলাকা হওয়ায় এসব ড্রেজিংয়ের ফলে তাদের পাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা বাড়ছে। যেকোনো সময় ঝুঁকিতে পড়তে হবে। নদীর তীরবর্তী জমিগুলো ভেঙে যায় এসব ড্রেজিং এর ফলে। রাত ৩ টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই সব অবৈধ বালু উত্তোলনের রমরমা ব্যবসা। এতে এলাকাবাসীরা প্রতিবাদ করলে বিভিন্ন রকম ভয়-ভীতি দেখানো হয়।

আরেকটি নৌকা নিয়ে ড্রেজিং এর ভিডিও করতে গেলে তারা গণমাধ্যমের ক্যামেরা দেখতে পেয়ে তৎক্ষণাৎ সরে যেতে দেখা যায়।

এ ব্যাপারে ঘিওর উপজেলা সহকারী কমিশনার ( ভুমি ) জানান, এটি একটি বেআইনি কাজ। শীঘ্রই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: