মঙ্গলবার, ২৪ মে ২০২২, ০৩:২২ অপরাহ্ন
মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী :: মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন শিবালয় থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ফিরোজ কবির। ১৩ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার মানিকগঞ্জ পুলিশ সুপারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত জেলা পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম বার।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, আবু রায়হান, তানিয়া সুলতানা, এএসপি নাসির উদ্দিন মল্লিক উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত ডিসেম্বর মাসে জেলার ৭ থানার মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাসহ সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশী সেবা পৌছে দেয়া এবং সর্বাধিক আসামি গ্রেফতার করায় তাকে এ সন্মাননা প্রদান করা হয়।
জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় তিনি উর্দ্ধতণ কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা প্রকাশসহ সকলের দোয়া কামনা করেন।