বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৩:২৬ পূর্বাহ্ন

মানবতার মাতা তুমি – পাশা মোস্তফা কামাল

(প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে বিশেষ কবিতা)

বুকের ভেতর শোকের পাহাড় তবুও আছো তুমি
মাথার ওপর মুক্ত আকাশ নিচে পলল ভূমি।

পিতা মাতা আত্মীয়জন রাসেল সোনার শোক
ভবিষ্যতের পথ চলায় শক্তি তোমার হোক।

সঙ্গে আছে বাংলাদেশের সকল জনগণ
উন্নয়নের ধারায় যাদের করেছ বন্ধন।

বিশ্ব যখন বলেছিল তলাবিহীন ঝুড়ি
তুমি তখন উড়িয়ে দিলে উন্নয়নের ঘুড়ি।

ভূমিহীনে ভূমি দিলে গৃহহীনে ঘর
সবাই তোমার আপন মানুষ নেইতো কেহ পর।

মহাকাশে বাংলাদেশের ঘুরছে স্যাটেলাইট
দারিদ্র্যতা নিরসনে চলছে তোমার ফাইট।

নদীর তলায় চলবে গাড়ি কর্ণফুলি দিয়ে
দেশের মানুষ গর্ব করে পদ্মাসেতু নিয়ে।

মোবাইল ফোনে পাচ্ছে ভাতা সব সুবিধাভোগী
স্বাস্থ্যসেবা পাচ্ছে সকল গরিব দুখী রোগী।

রাজধানীতে মেট্রোরেলের আওয়াজ শোনা যায়
ইউরোপের বাতাস লাগে বাংলাদেশের গায়।

উন্নয়নের কথা যদি লেখা যেতো সব
উন্নয়নের রাজপথে আজ চলছে যে উৎসব।

তোমার ধমনীতে আছে জাতির পিতার রক্ত
আমরা তোমায় ভালোবাসি আমরা মুজিব ভক্ত।

জাতির পিতার মতোই তোমার বিশাল বড় মন
গরিব দুখি মানুষেরাই তোমার আপনজন।

মানবতার মাতা তুমি আপদে বিপদে
তোমার হাতেই সোনার বাংলা থাকবে নিরাপদে।

দোয়া করি তোমার আয়ু হাজার বছর হোক
দু’হাত তুলে করছে দোয়া দেশের সকল লোক।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: