রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১১:২৪ পূর্বাহ্ন
দেখেনি কেউ লংকা কান্ড
রাম রাবনের রণ
লংকা আদার মূল্য যুদ্ধ
দেখছে সবাই এখন।
বললো আদা, আমি দাদা
আমার অনেক দাম
আমার ছাড়া করলে রান্না
তরকারীর বদনাম।
শুনে লংকা বাজায় ঢংকা
হুংকার ছাড়ে জোরে
তোর মূল্য তিনশ আশি
আমি হাজারের উপরে।
নিত্য পণ্য ঝগড়া করে
কার মূল্য বেশী
গরীব মরে অনাহারে
রাজার মুখে হাসি।