শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:৪৪ অপরাহ্ন

মন্ত্রণালয় সামালাচ্ছেন ১০ নারী সচিব, ১০ জেলায় ডিসি

প্রশাসনে নারীদের সংখ্যা ক্রমেই বাড়ছে। সরকারি চাকরিতে নারীরা আগের তুলনায় বেশি আসছেন। নীতি-নির্ধারণী পদগুলোতেও নারীদের উপস্থিতির হার বাড়ছে।

বর্তমানে প্রশাসনে সিনিয়র সচিব, সচিব ও সমপদমর্যাদার ৮৫ জন কর্মকর্তার মধ্যে নারী রয়েছেন ১০ জন। সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা হয়ে নারীরা মন্ত্রণালয়, বিভাগ কিংবা অন্য কোনো সরকারি দপ্তর সামলাচ্ছেন। একই সঙ্গে ৬৪টি জেলার মধ্যে ১০ জন নারী জেলা প্রশাসক রয়েছেন।

সচিব, সিনিয়র সচিব ও সমমর্যাদার নারী কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন, পরিকল্পনা কমিশনের সদস্য সিনিয়র সচিব মোসাম্মৎ নাসিমা বেগম, শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাহিদা রশিদ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব শাহনাজ আরেফিন।

নারী জেলা প্রশাসকদের মধ্যে রয়েছেন- মুন্সীগঞ্জে কাজী নাহিদ রসুল, মাদারীপুরে রহিমা খাতুন, নেত্রকোনায় অঞ্জনা খান মজলিশ, জামালপুরে শ্রাবস্তী রায়, শেরপুরে সাহেলা আক্তার, বান্দরবানে ইয়াছমিন পারভীন তিবরীজি, ঝিনাইদহে মনিরা বেগম, ঝালকাঠি ফারাহ্ গুল নিঝুম, হবিগঞ্জে ইশরাত জাহান ও রংপুরে চিত্রলেখা নাজনীন।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে, বর্তমানে নারী অতিরিক্ত সচিব রয়েছেন ৫৫ জন, প্রশাসনে মোট অতিরিক্ত সচিবের মোট সংখ্যা ৩২৭ জন। মোট যুগ্মসচিব ৮৫৮ জন, এর মধ্যে নারী রয়েছেন ১৬৪ জন। এক হাজার ৭০৪ জন উপসচিবের মধ্যে নারী রয়েছেন ৩৭০ জন।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: