মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৭:১২ অপরাহ্ন

শিরোনাম
শিবালয় থানার আয়োজনে সম্প্রীতি সমাবেশ ও দুর্গাপূজা বিষয়ক মতবিনিময় শ্রীবরদীতে নবাগত ওসির সাথে জাতীয় হিন্দু মহাজোটের নেতৃবৃন্দের মতবিনিময় ভিসা প্রক্রিয়াকরণে কর্মী‌দের হয়রা‌নিতে রাষ্ট্রদূ‌তের উষ্মা প্রকাশ গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন বাংলাদেশি তোরসা সাকিবকে রেখেই ধর্মশালা চলে গেল মিরাজরা আইনের দোহাইয়ে খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার ইলেকট্রন গতিবিদ্যার গবেষণায় পদার্থের নোবেল রাজশাহীতে মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী পালিত উন্নয়ন ও শান্তি সমাবেশকে সামনে রেখে উল্লাসিত  তৃনমূল নেতাকর্মীরা একতরফা নির্বাচন করলে শুধু বাংলাদেশ নয়, বিদেশেও আশ্রয় পাবেন না

মোংলায় কবি-গীতিকার জেম্স শরৎ কর্মকারের জন্মদিন পালন

মোংলা থেকে মোঃ নূর আলম :: মোংলার সাংস্কৃতিক আন্দোলনের বাতিঘর সেন্ট পল্স উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক কলতান শিল্পী গোষ্ঠির পরিচালক কবি-গীতিকার জেম্স শরৎ কর্মকারের ৭৫তম জন্মদিন উপলক্ষে ১ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় সম্মিলিত সাংস্কৃতিক জোট মোংলার আয়োজনে জোটের অস্থায়ী কার্য্যালয়ে কেককাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কেককাটা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট মোংলার আহবায়ক সাংবাদিক মোঃ নূর আলম শেখ। কেককাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম সরোয়ার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি কবি-গীতিকার জেম্স শরৎ কর্মকার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উৎপল মন্ডল, সুশাসনের জন্য নাগরিক সুজন’র ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শেখ নজরুল ইসলাম, প্রভাষক মাহবুবুর রহমান, প্রভাষক কবি মনোজ কান্তি বিশ্বাস, প্রভাষক সাহারা বেগম, অন্তর বাজাও শিল্পী গোষ্ঠির মোঃ নাজমুল হক, সুন্দরবন থিয়েটারের পরিচালক স্বদেশ বন্ধু দাস, শিল্পী প্রদীপ মন্ডল, উপজেলা কিশোর ফোরামের সভাপতি মোঃ রিয়াজ শেখ প্রমূখ।

কেককাটা অনুষ্ঠানে বক্তারা কবি-গীতিকার জেম্স শরৎ কর্মকারের সাংস্কৃতিক অঙ্গনে অবদানকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। সবশেষে কেক কাটার মাধ্যমে জেম্স শরৎ কর্মকারের ৭৫তম জন্মদিন পালন করা হয়।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: