শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০১:০৪ পূর্বাহ্ন

শিরোনাম
হাতিয়ার উন্নয়নে সরকারের স্মার্ট বাংলাদেশ কর্মসূচিকে কাজে লাগানো হবে – মোহাম্মদ আলী এমপি সুপ্রিম কোর্টের নির্দেশে ৩৯ বছর পর জমি ফিরে পেলেন যদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার শিবালয়ে ১৫তম  মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়াবিদরা দেশের জন্য সম্মান বয়ে আনছে- ধর্মমন্ত্রী উজিরপুরে সৎসঙ্গ ফাউন্ডেশনের সেমিনার অনুষ্ঠিত শিবালয়ে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত লঞ্চের দড়ি ছিঁড়ে ৫ জনের মৃত্যু : আসামিদের তিন দিনের রিমান্ড ঈদের দিনে সদরঘাটে দুর্ঘটনায় ঝরল ৫ প্রাণ সৌদির সাথে মিল রেখে নোয়াখালীর ৪ গ্রামে ঈদ উদযাপন নোয়াখালীতে দুর্বৃত্তরা ঘর আগুনে পুড়ে দিয়েছে, ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

মোংলায় কবি-গীতিকার জেম্স শরৎ কর্মকারের জন্মদিন পালন

মোংলা থেকে মোঃ নূর আলম :: মোংলার সাংস্কৃতিক আন্দোলনের বাতিঘর সেন্ট পল্স উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক কলতান শিল্পী গোষ্ঠির পরিচালক কবি-গীতিকার জেম্স শরৎ কর্মকারের ৭৫তম জন্মদিন উপলক্ষে ১ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় সম্মিলিত সাংস্কৃতিক জোট মোংলার আয়োজনে জোটের অস্থায়ী কার্য্যালয়ে কেককাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কেককাটা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট মোংলার আহবায়ক সাংবাদিক মোঃ নূর আলম শেখ। কেককাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম সরোয়ার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি কবি-গীতিকার জেম্স শরৎ কর্মকার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উৎপল মন্ডল, সুশাসনের জন্য নাগরিক সুজন’র ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শেখ নজরুল ইসলাম, প্রভাষক মাহবুবুর রহমান, প্রভাষক কবি মনোজ কান্তি বিশ্বাস, প্রভাষক সাহারা বেগম, অন্তর বাজাও শিল্পী গোষ্ঠির মোঃ নাজমুল হক, সুন্দরবন থিয়েটারের পরিচালক স্বদেশ বন্ধু দাস, শিল্পী প্রদীপ মন্ডল, উপজেলা কিশোর ফোরামের সভাপতি মোঃ রিয়াজ শেখ প্রমূখ।

কেককাটা অনুষ্ঠানে বক্তারা কবি-গীতিকার জেম্স শরৎ কর্মকারের সাংস্কৃতিক অঙ্গনে অবদানকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। সবশেষে কেক কাটার মাধ্যমে জেম্স শরৎ কর্মকারের ৭৫তম জন্মদিন পালন করা হয়।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: