শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:১৫ পূর্বাহ্ন

মাংলাপোর্ট পৌর নির্বাচনে আওয়ামীলীগের সম্ভাব্য মেয়র প্রার্থী ৪জন

মোংলা প্রতিনিধি :: মোংলা পোর্ট পৌরসভার আসন্ন নির্বচনে মেয়র পদে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন আওয়ামীলীগের চার নেতা। আগ্রহী নেতৃবৃন্দ হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলী ইজারদার, পৌর আওয়ামীলীগের সভাপতি সেখ আব্দুর রহমান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম ও বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন। ২ ডিসেম্বর বুধবার দুপুরে মোংলা উপজেলা ও পৌর আওয়ামীলীগের দলীয় কার্য্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় নেতৃবৃন্দ প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেন। বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।

বুধবার দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ সুনীল কুমার বিশ্বাস। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বাগেরহাট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডঃ হেমায়েত উদ্দিন ভূইয়া ও রামপালের সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোল্লা আব্দুর রউফ। এছাড়া উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ ইদ্রিস আলী ইজারদার, মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর আওয়ামীলীগের সভাপতি সেখ আব্দুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, পৌরআওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেখ কামরুজ্জামান জসিম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন্নাহার হাই, ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম, মোঃ গাজী আকবর হোসেন প্রমূখ।

বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেন সবার কাছে অনুরোধ এখন থেকে নৌকার জন্য কাজ করেন। নৌকার পেছনে শেখ হাসিনা আছেন। দলীয় মনোয়ন বোর্ড যাকে মনোনয়ন দিবে তিনিই আমাদের প্রার্থী, এটা মনে রেখেই আমাদের কাজ করতে হবে।

তিনি আরো বলেন সাংগঠনিক এবং গঠনতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করেই জনপ্রিয় নেতাদের কাউন্সিলর হিসেবে মনোনয়ন দেয়া হবে। উল্ল্যেখ্য আগামী ২০২১ সালের ১৬ জানুয়ারি দীর্ঘ ১০ বছর পর মোংলা পোর্ট পৌরসভার নির্বাচত হতে যাচ্ছে। বর্ধিত সভা শেষে বুধবার

দুপুর ২টায় সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক মোংলার ফাতিমাতুজ্জোহরা (রাঃ) নূরানী মহিলা মাদ্রাসা আয়োজিত শেখ রিজিয়া
নাসের এঁর রুহের মাগফিরাত কামনার্থে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: