শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:৪৫ অপরাহ্ন

শিরোনাম
চৌদ্দগ্রামে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ, প্রখর রোদে মুসল্লিদের কান্না হাতিয়ায় সৈকতে দেখা মিলল ‘ইয়েলো বেলিড সি স্নেক’ ফসলি জমি কেটে মাটির ব্যবসা: ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকা জরিমানা মাটি ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদে কুমিল্লার মফিজুর রহমান বাবলু সিনেমা হলে দেখা যাবে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের গল্প দেশে পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এশিয়া : ডাব্লিউএমও নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ মিছিল জাতি হিসেবে আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে গেছে মুজিবনগর সরকার-ধর্মমন্ত্রী

গাজীপুর মুক্ত দিবস আজ

নিউজ ডেস্ক :: আজ ১৫ ডিসেম্বর, গাজীপুর মুক্ত দিবস। ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের এই দিনে বিজয়ের দ্বারপ্রান্তে এসে অকুতভয় বীর মুক্তিযোদ্ধারা সম্মুখ যুদ্ধে পাক হানাদার বাহিনীকে পরাস্ত করে গাজীপুরকে মুক্ত ঘোষণা করেন।

মুক্তিযুদ্ধে বিজয়ের আগ মুহূর্তে ১৩ ও ১৪ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা জয়দেবপুর সেনানিবাসে সম্মিলিতভাবে আক্রমণ চালালে পাক বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে। এক পর্যায়ে চান্দনা চৌরাস্তায় জড়ো হওয়া পাক বাহিনীর বিরাট একটি কনভয় ঢাকার দিকে রওনা দেয়।

ওই সময় পলায়নরত পাক হানাদার বাহিনীর বিরাট কনভয়টি ১৫ ডিসেম্বরে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা নামক স্থানে পৌঁছালে এর উপর মিত্র ও মুক্তিবাহিনীর উপর্যুপরি প্রচণ্ড গোলা বর্ষণ অব্যাহত থাকে। এসময় পাকবাহিনীর বিপুল সংখ্যক ট্যাংক, কামান, মর্টার, যানবাহন ও গোলাবারুদ ধ্বংসের পাশাপাশি হতাহত হয় অসংখ্য পাক সেনা। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ঢাকার কাছে এটাই ছিল পাক বাহিনীর সবচেয়ে বড় যুদ্ধ। এভাবে ১৫ ডিসেম্বর পাক হানাদার মুক্ত হয় গাজীপুর।
এসএ/


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: