শুক্রবার, ০৩ মে ২০২৪, ০১:২৮ অপরাহ্ন

লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ১০ হাজার অসহায়

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলা পরিষদের অর্থায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ১০ হাজার অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের কার্যক্রম শুরু করা হয়েছে।

গতকাল রোববার (৩ মে) দুপুরে রামগতি আ স ম আব্দুর রব সরকারি কলেজ মাঠে ২ হাজার অসহায়কে খাদসামগ্রী দিয়ে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। এসময় যারা খাদ্যসামগ্রী পাননি তাদেরকে নগদ অর্থ দেয়া হয়।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউজ্জামান ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, আওয়ামী লীগ নেতা রাসেল মাহমুদ মান্না ও নজরুল ইসলাম ভুলু প্রমুখ।

জেলা পরিষদ সূত্র জানায়, প্রধানমন্ত্রীর নির্দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবিদের মাঝে ৭৫ লাখ টাকা ব্যয়ে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগে নেয়া হয়। এতে ১০ হাজার অসহায়ের জন্য চাল, ডাল, তেল, ছোলা ও শিশু খাদ্যসহ ৮টি পন্যকে প্যাকেটজাত করা হয়েছে। ক্রমান্বয়ে জেলা সদর, রায়পুর, রামগঞ্জ ও কমলনগর উপজেলায় খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান বলেন, প্রধানন্ত্রীর নির্দেশ দেশে যেন কোন মানুষ না খেয়ে থাকে। এজন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে। ক্রমান্বয়ে জেলার ৫টি উপেজলার ১০ হাজার মানুষের ঘরে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছানো হবে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: