বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১১:২০ পূর্বাহ্ন

লক ডাউনের আগে শ্রমজীবী মানুষের এক মাসের খাবার ও ঘরভাড়ার দেওয়ার দাবি : বাম ঐক্য ফ্রন্ট

প্রেস বিজ্ঞপ্তি : শ্রমজীবী গরিব মানুষের খাবার ও বাসাভাড়ার সংস্থান না করে, সব কিছু বন্ধ করে শুধু গার্মেন্টস খোলা রেখে লক ডাউন ঘোষণার সমালোচনা করেছেন বাম ঐক্য ফ্রন্টের নেতারা। লক ডাউনের আগে শ্রমজীবী মানুষকে অন্তত: এক মাসের খাবার ও এক মাসের ঘরভাড়ার জন্য নগদ ১৫ হাজার টাকা দেওয়ার দাবি জানিয়েছে তারা। আজ সোমবার সকাল সাড়ে নয়টায় এক অনলাইন বৈঠকে ফ্রন্ট ভুক্ত দলগুলির নেতারা এসব দাবি জানান। বাম ঐক্য ফ্রন্টের সমন্বয়ক গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দীন আহমেদ নাসুর সভাপতিত্বে বৈঠকে অংশ নেন, গণমুক্তি ইউনিয়নের কেন্দ্রীয় নেতা রাজা মিয়া, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের আহ্বায়ক সন্তোষ গুপ্ত, দলটির কেন্দ্রীয় নেতা শওকত হোসেন আহমদ বায়রন, কমিউনিস্ট ইউনিয়নের আহ্বায়ক ইমাম গাজ্জালী এবং বাসদের কেন্দ্রীয় নেতা মহিন উদ্দিন চৌধুরী লিটন।

বৈঠকে সকল জেলা উপজেলায় আরটিপিসিআর ল্যাব স্থাপন, হাসপাতালে করোনা ইউনিটে শয্যা সংখ্যা ও আইসিইউ শয্যা বাড়ানো, কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা, অক্সিজেনের ওপর ভ্যাট প্রত্যাহার, প্রতিদিন বিনামূল্যে অন্তত এক লাখ করোনা টেস্ট নিশ্চিত করার দাবি জানানো হয়।
এছাড়া গার্মেন্টশ্রমিকসহ সকল শ্রমিকদের স্বাস্থ্য সম্মত কর্মপরিবেশ ও পরিবহনের ব্যবস্থার দাবি জানানো হয়। সরকারের আমলা নির্ভর করোনা দুর্যোগ মোকাবেলার সমালোচনা করা হয়। করোনা মোকাবেলায় সরকারের ব্যর্থতার বিরুদ্ধে সকলকে এক হওয়ার আহ্বান জানানো হয়।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: