মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৯:৫২ পূর্বাহ্ন

ভারত থেকে আসছে অক্সিজেন

নিউজ ডেস্ক :: করোনা পরিস্থিতি মোকাবিলায় অক্সিজেনের চাহিদা মেটাতে ভারত থেকে আমদানি করা হচ্ছে ট্যাংক-ভর্তি তরল অক্সিজেন। গেলো এক সপ্তাহে বেনাপোল স্থলবন্দর দিয়ে ৫০০ মেট্রিকটন অক্সিজেন আমদানি করা হয়েছে; প্রতিটনের আমদানি মূল্য ১৬৫ ডলার।

বাংলাদেশ-ভারত চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান জানান, করোনায় ভারতে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। সেক্ষেত্রে ভারতে অক্সিজেনের স্বল্পতা থাকলেও সোহার্দ্যপূর্ণ ও প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশকে তরল অক্সিজেন দিচ্ছে ভারত। গেলো ১৩ এপ্রিল থেকে শুরু হয় অক্সিজেন আমদানি। অগ্রাধিকার ভিত্তিতে বেনাপোল স্থলবন্দরে এসব অক্সিজেন খালাস করছে কর্তৃপক্ষ।

করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর দেশে চিকিৎসা ব্যবস্থায় সবচেয়ে বেশে সংকট দেখা দিয়েছে অক্সিজেনের। নন কোভিড ও কোভিড রোগীদের চিকিৎসায় সরকারি হাসপাতালগুলোতে দৈনিক অক্সিজেনের চাহিদা দাঁড়িয়েছে ১৮০ টন। ঘাটতি ৪০ টন পূরণ করতে হচ্ছে আমদানির মাধ্যমে। যার ভয়ানক প্রভাব পড়েছে করোনা চিকিৎসায়। কারণ আশঙ্কাজনক রোগীর বেশির ভাগেরই প্রয়োজন হচ্ছে হাইফ্লো অক্সিজেন। সেটা দেয়া সম্ভব না হলেই ঘটছে মৃত্যু।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: