মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৫:২২ পূর্বাহ্ন

আরমানীটোলায় আগুনে নিহত ২

নিউজ ডেস্ক :: রাজধানীর পুরান ঢাকায় আরমানীটোলার ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন দুজন, আহত হয়েছেন কমপক্ষে ২৩ জন। আহতদের মধ্যে ফায়ার সার্ভিস কর্মীও রয়েছেন।

নিহতের মধ্যে একজন ওই ভবনের নিরাপত্তা কর্মী রাসেল মিয়া। অন্যজন ইডেন কলেজের এক ছাত্রী, তার নাম জানা যায়নি।

বাবুবাজার ব্রিজের পাশের হাজী মুসা ম্যানশন নামের ভবনে বৃহস্পতিবার দিবাগত রাত ভোর সোয়া তিনটার দিকে আগুন লাগে। ভবনের নিচতলা কেমিক্যাল গোডাউন হিসেবে ব্যবহারের অভিযোগ রয়েছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, প্রথমে ৭টি ইউনিট আগুনের নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আরও কয়েকটি ইউনিট যোগ দেয়। মোট ১৯টি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নিয়ন্ত্রণে এলে আহতদের বিভিন্ন ফ্লোর থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সংবাদমাধ্যমকে বলেন, “আহত ২৩ জনের মধ্যে তিনজনকে আইসিইউতে রাখা হয়েছে। আগুনে পোড়া রয়েছেন দুই-তিন জন। আর বাকিরা ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন।”

জানা গেছে, এ ঘটনার তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: