রবিবার, ০৫ মে ২০২৪, ০২:১০ পূর্বাহ্ন

১০ মে’র মধ্যে চীনের ৫ লাখ টিকা আসতে পারে : স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক :: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী ১০ মে’র মধ্যে চীনের উপহার হিসেবে দেওয়া পাঁচ লাখ ডোজ টিকা আসতে পারে। চীন বাংলাদেশকে উপহার হিসেবে এ টিকাগুলো দিচ্ছে বলেও জানান তিনি।

আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে যোগদান শেষে বের হওয়ার পথে সাংবাদিকদের এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

অপর এক প্রশ্নের জবাবে জাহিদ মালেক বলেন, সরকার চীন থেকে যেসব টিকা কিনতে চায়, সেগুলো আসতে আরও কিছুটা সময় লাগবে। চীন থেকে আরও টিকা কেনার জন্য আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাবনা পাঠিয়েছি। চীনের পক্ষ থেকে জবাব এলেই টিকা কেনার বিষয়ে আলোচনা শুরু করব আমরা। আমরা চীনের টিকা চার থেকে পাঁচ কোটি ডোজ হলেও নেব।

অপর এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘রাশিয়ার সঙ্গেও আমাদের আলোচনা হয়েছে। তারাও আমাদের টিকা দিতে চায়। রাশিয়া বাংলাদেশে টিকা উৎপাদনও করতে চাচ্ছে।’


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: