বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১০:০২ অপরাহ্ন

রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা গণমাধ্যমের জন্য হুমকি: সম্পাদক পরিষদ

নিউজ ডেস্ক :: প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা এবং পুলিশে সোপর্দ, মামলা দায়ের, জামিন না দিয়ে রিমান্ডের আবেদন এবং কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে সম্পাদক পরিষদ। এটিকে গণমাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতার প্রতি হুমকি বলে মনে করছে সংগঠনটি।

মঙ্গলবার (১৮ মে) সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম এবং সাধারণ সম্পাদক নঈম নিজাম স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, একজন সাংবাদিকের বিরুদ্ধে ব্রিটিশ আমলের আইনে মামলা দায়ের সংবাদপত্রের কণ্ঠরোধের মানসিকতার বহিঃপ্রকাশ। এটি গণমাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতার জন্য হুমকি বলেও উল্লেখ করা হয় এই বিবৃতিতে।

নজিরবিহীন ঘটনাকে বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে কালো অধ্যায়ের সাথে তুলনা করে বিবৃতিতে বলা হয়, কোন আইনে একজন সাংবাদিককে এভাবে আটকে রাখা হলো নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তা বের করতে হবে। ব্যবস্থা নিতে হবে দোষীদের বিরুদ্ধে।

এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবির পাশাপাশি রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করেছে সম্পাদক পরিষদ।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: