শনিবার, ০৪ মে ২০২৪, ১১:১৬ পূর্বাহ্ন

সিএনএন’র সাংবাদিক আমানপোর ক্যান্সারে আক্রান্ত

নিউজ ডেস্ক :: যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন’র সুপরিচিত উপস্থাপক ক্রিস্টিয়ান আমানপোর ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। নিজেই ঘোষণা করেছেন যে, তিনি ওভারিয়ান বা ডিম্বাশয়ের ক্যান্সারে ভুগছেন। এ খবর বিবিসি বাংলা’র।

আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত এই সাংবাদিক লন্ডনে তার বাসার স্টুডিও থেকে এই ঘোষণা দেন। ৬৩ বছর বয়সী মিস্‌ আমানপোর জানান, ক্যান্সার অপসারণের জন্য সম্প্রতি তার বড় ধরণের অস্ত্রোপচার হয়েছে। এরপর আগামী কয়েকমাস তাকে কেমোথেরাপি দেয়া হবে।

যেসব সাংবাদিক বিশ্বজুড়ে সুপরিচিত, তাদের মধ্যে আমানপোর অন্যতম। গত কয়েক দশক ধরে তিনি বিশ্বজুড়ে বিভিন্ন যুদ্ধ এবং নানা সংকট নিয়ে রিপোর্ট করেছেন।

ক্যান্সারে আক্রান্ত হবার ঘোষণায় আমানপোর আরও বলেন, বিশ্বজুড়ে এ বিষয়টি নিয়ে নারীদের আরও সচেতন হতে হবে। এজন্য প্রতিনিয়ত ক্যান্সার স্ক্রিনিং করার আহবান জানান তিনি।

তিনি বলেন, লক্ষণ-উপসর্গ দেখে ডিম্বাশয়ের ক্যান্সার নির্ণয় করা খুব কঠিন কাজ। কারণ এই রোগের ক্ষেত্রে পেট ব্যথার মতো যে ধরণের লক্ষণ দেখা যায়, সেগুলোকে খুব একটা গুরুত্ব না দিয়ে অনেকে ভুল করেন।

আমানপোর বলেন, ক্যান্সার চিকিৎসার বিষয়ে তিনি বেশ আস্থাশীল। ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসের আওতায় তার স্বাস্থ্য বীমা থাকায় নিজেকে সৌভাগ্যবান মনে করছেন।

এএইচ/


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: