রবিবার, ০৫ মে ২০২৪, ০৫:৫৪ অপরাহ্ন

ঝিনাইদহ হরিণাকুণ্ডুতে করোনা ভাইরাস প্রতিরোধে জীবানুনাশক টানেল স্থাপন

 মাহমুদুর রহমান, ঝিনাইদহ : ঝিনাইদহ হরিণাকুণ্ডুতে করোনা ভাইরাস প্রতিরোধে জীবানুনাশক টানেল স্থাপন করা হয়েছে। মঙ্গলবার শহরের লালন সড়কের দোয়েল চত্তর উপজেলার প্রবেশ পথে এ টানেলের স্থাপন করা হয়। পৌর মেয়রের ব্যক্তিগত অর্থায়নে হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় ও সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত টানেলটি জনসাধারণের জন্য উদ্বোধনের পরই খুলে দেওয়া হয়েছে। ফলে শহরের প্রায় শতাধিক পোশাকের দোকান ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে আগত ক্রেতা সাধারণ এ টানেলের মধ্যে দিয়ে জীবানুমুক্ত হয়ে কেনাকাটা করতে পারবেন।

উপজেলার লালন সড়ক হয়ে শহর সংলগ্ন মার্কেটগুলোতে আগত ক্রেতা ও জনসাধারণকে এই টানেল হয়ে একমুখী বাজারে প্রবেশ করতে হবে। ফলে কিছুটা হলেও করোনা মোকাবিলা করা সম্ভব হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

সেনাবাহিনীর ১১৯ ফিল্ড ওয়ার্কসপ কোম্পানি টানেলটি নির্মাণ করে।

এসময় বাংলাদেশ সেনাবাহিনীর যশোর ৫৫ পদাতিক ডিভিশনের লে,কর্নেল নাসির আহম্মেদ,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু,উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, ইউএনও সৈয়দা নাফিস সুলতানা, ক্যাপ্টেন মারুফ হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: