সোমবার, ০৬ মে ২০২৪, ১০:১০ অপরাহ্ন

শিবালয়ে বাল্য বিবাহ বন্ধ করেন জেসমিন সুলতানা

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী :: ২৮ জুলাই ২০২১ ইং- মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নে কাউয়ের বিল এলাকায় রাত ৮:৩০টায় একজন ১৫ বছর বয়সী কিশোরীর বাল্যবিবাহের খবর জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন শিবালয় উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা এবং সহকারী কমিশনার (ভূমি) এস এম আবু দারদা। কিশোরীর বাবা এবং আগত বরকে বিবাহ সম্পন্ন হবার পূর্বেই আটক করা সম্ভব হয়।

এরপর মোবাইল কোর্ট পরিচালনা করে কিশোরীর বাবার নিকট থেকে ১৮ বছর বয়সের পূর্বে মেয়েকে বিয়ে না দেওয়ার বিষয়ে লিখিত মুচলেকা নেয়া হয় এবং আগত বরকে (২২) বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ এ ২০,০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয় ও লিখিত মুচলেকা নেয়া হয়। এ বিষয়ে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা বলেন, “শিবালয় উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে শিবালয় উপজেলা প্রশাসনের এরূপ অভিযান চলমান থাকবে।”


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: