শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৩:৫৮ অপরাহ্ন

শিবালয়ের ধুতরাবাড়ীর পূর্ব পাশের আদিবাসী পরিবারের বসতভিটা রক্ষার দাবীতে মানববন্ধন

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী :: শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরি ঘাটের পূর্ব পাশের আদিবাসী পরিবারের বসতভিটা রক্ষার দাবীতে ৮ ডিসেম্বর ২০২১ ইং- মানববন্ধন ও বিক্ষোভ পালন করেছে। ধীবর (জেলে), পাল, কর, দাস প্রভৃতি সম্প্রদায়সহ প্রায় দেড় শতাধিক পরিবারের সদস্য ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।

বিশিষ্ট ব্যবসায়ী পাটুরিয়ার মোবারক হোসেন খান পান্নু, রানা শিকদার, দীলিপ বাগচি, আদিবাসী উত্তম পাল, দুলী রানী কর, মমতা রানী কর প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, প্রায় দু’শ’ বছর যাবৎ এ গ্রামে বসবাসকারী আদিবাসী পরিবারকে উচ্ছেদের জন্য বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ সম্প্রতি প্রক্রিয়া শুরু করেছে। প্রায় পৌনে দু’একর জায়গায় বসবাসকারী এ সকল পরিবার উচ্ছেদ হলে জায়গাজমি হারিয়ে তারা পথে বসবে।

বক্তারা আরও বলেন, এ সকল পরিবারের বসতি ভূমি ছাড়াও পার্শ্ববর্তী জায়গায় বিআইডব্লিউটিএ প্রস্তাবিত টার্মিনাল নির্মাণের যথেষ্ট জায়গা ও যৌক্তিক কারণ রয়েছে। মানবিক কারনে আদিবাসী পরিবারগুলোর মাথাগোঁজার ঠাঁই রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশিষ্ট সকলের দৃষ্টি আকর্ষন করেন তারা।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: