মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৪:০৫ পূর্বাহ্ন

বান্দরবান পর্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অফিস ভবন উদ্ভোদন

বান্দরবান প্রতিনিধি :: বান্দরবান পর্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিট অফিস ভবন উদ্ভোদন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, বীর বাহাদুর উশৈসিং এমপি। সোমবার (২৭ ডিসেম্বর) বেলা ১২ টায় বান্দরবান পর্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রাঙ্গনে ৬ কোটি টাকা প্রকল্প ব্যয়ে এ ভবনের উদ্ভোদন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার জেরিন আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শেখ ছাদেক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল আলম চৌধুরী, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, মোজ্জামেল হক বাহাদুর, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের প্রকল্প পরিচালক মোঃ আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী আবু বিন মোঃ ইয়াছির আরাফাত, পৌর প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর’উন্নয়ন বোর্ডের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার, নির্মানাধীন এই পর্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ইউনিট অফিস ভবনটি নির্মান সম্পুর্ণ হলে বান্দরবান পর্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কার্যক্রম পরিচালনা করতে যোগ হবে নতুন মাত্রা।এর সুফল পাবে বান্দরবানে বসবাসরত সকল বসবাসকারীরা।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: