শনিবার, ০৪ মে ২০২৪, ০২:০৪ পূর্বাহ্ন

নোয়াখালীতে মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি : বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ) নোয়াখালী জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল শুক্রবার সকালে মাইজদী বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 
বিএমজিটিএ নোয়াখালী জেলা শাখার আহবায়ক মো. আতিক উল্যার সভাপতিত্ব এবং কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কামরুন নাহার এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএমজিটিএ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. হারুন অর রশিদ। 
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মহাসচিব মো. শান্ত ইসলাম,  বাংলাদেশ সাংবাদিক সমিতির মহাসচিব মনিরুজ্জামান চৌধুরী, নোয়াখালী বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আহবায়ক ফেরদৌস আহম্মদ মীর,বিএমজিটিএ কেন্দ্রীয় সহ-সভাপতি ফখরুল ইসলাম, মোহাম্মদ আলী,  সাংগঠনিক সম্পাদক ফিরোজ আলম, নারায়ণগঞ্জ কমিটির উপদেষ্টা শাহ আলম।
এছাড়া জেলার বিভিন্ন উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ তাদের দাবিদাওয়া নিয়ে বক্তব্য রাখেন।  সম্মেলন শেষে আগামী তিন বছরের জন্য মো. জহিরুল হককে সভাপতি, কামরুন নাহারকে সিনিয়র সহ-সভাপতি, ছালেহ উদ্দিনকে সাধারণ সম্পাদক, এমদাদ উল্যাহকে যুগ্ম সাধারণ সম্পাদক, মো. মিজানুর রহমানকে সাংগঠনিক সম্পাদক ও আবদুল মাজেদকে অর্থ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: