মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১০:৪০ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে লতাপাতায় জড়ানো ঝুঁকিপূর্ণ একাধিক বৈদ্যুতিক খুটি

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও পঞ্চগড় মহাসড়কের পার্শ্বে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের প্রধান ফটকের পাশে ১১হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের একাধিক খুটিকে পর-গাছা লতাপাতায় জড়িয়ে থাকায় সেগুলি এখন ঝুঁকিপূর্ণ হয়ে আছেন।

জানা যায়, জেলার গ্রাম-গঞ্জে এমনিভাবে শত-শত বৈদ্যুতিক খুটি সাথে পর-গাছা লতাপাতায় জড়িয়ে আছে। যেকোন সময় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছেন এলাকাবাসী।

স্থানীয় ইমরান ও মেহেদি জানান, বর্ষার কারণে তাদের এলাকায় পর-গাছা লতাপাতা জড়িয়ে আছে ১১হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের একাধিক খুটিকে। পর-গাছা লতাপতায় বিদ্যুৎ সঞ্চালন হয় এবং যেকোন সময় বৈদ্যুতিক সর্টসার্কিটে অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে সেই আশঙ্কায় এলাকাবাসি দিন কাটাচ্ছেন।

তাঁরা খুটিকে জড়িয়ে থাকা পর-গাছা লতাপাতা কেটে পরিস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিআকর্ষণ করেন।

এবিষয়ে নির্বাহী প্রকৌশলী আরুনাংশ চন্দ্র সেন বলেন, আমার জানা মতে কোন পিলারে লতাপাতা জড়িয়ে নাই। আমাদের লাইন ক্লিয়ার।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: