মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১১:২৪ অপরাহ্ন

গাজীপুরে সৎ সঙ্গ ফাউন্ডেশনের দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

সাকুরুল আলম মিলন :: গত ৩০ সেপ্টেম্বর গাজীপুর মহানগর নাছের মার্কেটস্থ ১১নং ওয়ার্ড কাউন্সিলয় কার্যালয় সৎ সঙ্গ ফাউন্ডেশন আয়োজিত সামাজিক অবক্ষয় ও নারী শিশু নির্যাতন প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনার ফাউন্ডেশনের গাজীপুর জেলা শাখা আহবায়ক কাজী সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত আসন ৩১৩ এমপি মাননীয় শামসুন নাহার ভূঁইয়া, উদ্বোধন করেন বিশিষ্ট লালন গবেষক ফকির হৃদয় সাইজি, স্বাগত বক্তব্য রাখেন সামসুল আলম জুলফিকার, মুঠোফোনে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপদেষ্টা কোতওয়ালী মডেল থানা অফিসার ইনচার্জ নুরুল ইসলাম, বরিশাল ও মাওলানা ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজী, উপদেষ্টা সৎ সঙ্গ ফাউন্ডেশন। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন এমদাদ হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা কোনাবাড়ী মেট্রো থানা গাজীপুর সিটি, আবুল কালাম আজাদ, ১১নং ওয়ার্ড কাউন্সিলর গাজীপুর, আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন দুলাল, আবদুল মালেক সরকার, শ্রী সঞ্জিত কুমার সরকার, এড. ঘাবিবউল­াহ বেলালী।

ধন্যবাদ জ্ঞাপন করেন আইয়ুব রানা, সভাপতি কালিয়াকৈর প্রেসক্লাব ও সদস্য কেন্দ্রীয় কমিটি, সৎ সঙ্গ ফাউন্ডেশন। বিকাল ৪টায় সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহারজান আক্তার। সার্বিক ব্যবস্থাপনায় রফিকুল ইসলাম, সা. সম্পাদক, বিশ্ব লালন সংঘ, গাজীপুর জেলা শাখা। উক্ত অনুষ্ঠানে ৬০জন সংগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হয়।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আজ আলোকিত মানুষ গড়ার কাজ জরুরী হয়ে পড়েছে। তিনি সৎ সঙ্গ ফাউন্ডেশনের কার্যক্রম আরো গতিশীল করার আহবান জানান।

ফাউন্ডেশনের সা. সম্পাদক স্বাগত বক্তব্যে বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় শান্তির লক্ষ্যে সকলকে জীবিকা অর্জনের পাশাপাশি আলোকিত মানুষ গড়ার কাজে সময় দিতে হবে। দেশে আজ চলছে লাগামহীন নৈরাজ্য, লুটতরাজ, চাঁদাবাজী, সন্ত্রাস, নারী-শিশু নির্যাতন ও ধর্ষণ। মানবতা আজ বিপন্ন। তিনি সকলকে পাড়া-মহল­ায় সর্বোত্র অনাচার-অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: