শনিবার, ০৪ মে ২০২৪, ০৬:১৭ পূর্বাহ্ন

নতুন আইনে ধর্ষণকারীদের জন্য মৃত্যুদন্ডের বিধান রাখা হবে-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, অতীতে ধর্ষণ আইনে মৃত্যুদন্ডের বিধান ছিলনা নতুন আইন করে ধর্ষণকারীদের জন্য মৃত্যুদন্ডের বিধান রাখা হবে। সেই সাথে এসব অপরাধের জন্য দ্রুত বিচার আইনে বিচার করে তাদের বিষদাত ভেঙ্গে দেওয়া হবে।

বৃহস্পতিবার বিকেলে কালিয়াকৈর উপজেলা পরিষদের হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে পূজা উদযাপনের প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের সরকারের সময় যতগুলো ঘটনা ঘটেছে কেউ বলতে পারবে না। সাথে সাথে আসামীদের ধরে বিচারের আওতায় আনা হচ্ছে, কোন আসামী খোলা আকাশের নীচে নাই সবায় কারাগারে আছে।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মন্ত্রী আরো বলেন, এ দেশে গণতন্ত্র থাকবে মত প্রকাশের স্বাধীনতা থাকবে। ধর্মীয় স্বাধীনতা থাকবে অর্থাৎ ধর্ম যার যার রাস্ট্র সবার।

আবার পূজা উৎসবও সবার, মুসলিমরা যেমন হিন্দুদের উৎসবে গিয়ে শুভেচ্ছা জানায় তেমনি হিন্দুরাও মুসলিমদের উৎসবে শুভেচ্ছা বিনিময় করেন।এদেশ ধর্মীয় সম্প্রীতির কেউ কারো কাজে বাধা দিবেনা।

এসময় আরোও বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ ও পৌরসভার মেয়র মজিবুর রহমান,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক সিকদার মোশারফ হোসেন, কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী, পুজা উদযাপন পরিষদের আহবায়ক অজিত কুমার সাহা, সাধন রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: