বুধবার, ০১ মে ২০২৪, ০১:২২ পূর্বাহ্ন

নোয়াখালীর সুবর্ণচরে আলোকিত ব্লাড ফাউন্ডেশনের মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও ধারণসহ সিলেট এমসি কলেজে ধর্ষণ ও দেশব্যাপী নারী-শিশু ধর্ষণ এবং নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে আলোকিত ব্লাড ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

শুক্রবার সকালে সুবর্ণচর উপজেলার চরজব্বার থানার মোড়ে সোনাপুর চেয়ারম্যান ঘাট সড়কে বিক্ষোভ মিছিল, মানবন্ধনে করেন।

মানববন্ধনে সংগঠনটির বক্তারা বলেন, নোয়াখালীতে ধর্ষণ-একটি, গণধর্ষণ-একটি, ধর্ষণ চেষ্টা-তিনটি, উত্ত্যাক্ত সইতে না পেরে আত্মহত্যাসহ আত্মহত্যা-দুইটি, নারী হত্যা-দুইটি, নারীর মরদেহ উদ্ধার- দুইটির মত উল্লেযোগ্য নারী নির্যাতনের ঘটনা ঘটে।

আলোকিত ব্লাড ফাউন্ডেশনের সভাপতি আবদুল মান্নান তালিব এর সভাপতিত্বে এবং মো.রুবেল হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সৈয়দ হাফেজ হেলাল শামীম, হাফেজ নেছার, আমিনুল ইসলাম ফরহাদ, ইয়াছিন প্রমুখ। বক্তারা অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও ধারণের ৩২দিন পর ওই গৃহবধূর নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে টনক নড়ে স্থানীয় প্রশাসনের।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: