বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০১:১৭ অপরাহ্ন

ধর্ষণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : উপমন্ত্রী

পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, ধর্ষণ একটা সামাজিক ব্যাধি, এটি সন্ত্রাসী কর্মকাণ্ড। এটাকে রাজনৈতিক ট্যাগ দিয়ে ভিন্নখাতে নিলে সুষ্ঠু বিচার বাধাগ্রস্ত হবে। দুর্বৃত্তের কোনো দলীয় পরিচয় নেই। ধর্ষণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সামাজিকভাবে চিহ্নিত সন্ত্রাসী যাতে দলে স্থান না পায় সেদিকে সতর্ক থাকতে হবে। অপরাধী যত বড় নেতাই হোক তাকে বিচারের আওতায় আনা হবে।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আওয়ামী লীগের সাবেক প্রেসডিয়াম সদস্য ও মন্ত্রী মোহাম্মদ নাসিমের স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধু একাডেমির উপদেষ্টা মুক্তিযোদ্ধা আকরাম হোসাইনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এতে আরও বক্তব্য দেন অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি, আওয়ামী লীগ নেতা এম এ করিম, শেখ ইকবাল খোকন, ব্যারিস্টার জাকির আহমদ, মিনহাজ উদ্দিন মিন্টু প্রমুখ।

এনামুল হক শামীম আরও বলেন, তবে ধর্ষণকে রাজনৈতিক ইস্যু বানিয়ে বিএনপি ক্ষমতায় যাওয়া পাঁয়তারা করছে। কিন্তু এ দেশের জনগণ আর বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না। ২০০১ সালের পর এ দেশের অসংখ্য ধর্ষণ-হত্যা নির্যাতন হয়েছে। মানুষ বিচার চাইতে পারেনি। বিচার হয়নি। আর জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই আজ মানুষ বিচার চাইতে পারছে, বিচারও পাচ্ছে। তাই জনগণ বারবার রায় দিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে ক্ষমতায় আনছে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: