শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৫:০৭ অপরাহ্ন

রামুতে পাহাড় ধসে ২ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : কক্সবাজারের রামুতে পাহাড় কাটার সময় মাটি ধসে দু্ইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ২টায় রামুর কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতেরা হলেন-উখিয়ারঘোনা স্কুল পাহাড় এলাকার মৃত মো. হোছনের ছেলে আলি আহমদ (৩৫) ও মো. কালুর ছেলে মুজিবুর রহমান (৩২)। এরা দুজনই পরিবহন শ্রমিক ছিলেন।

জানা গেছে, ঘটনার সময় নিহত দুইজনসহ একদল শ্রমিক পাহাড়ের মাটি কাটার কাজ করছিলেন। এসময় মাটি ধসে আলী আহমদ ও মুজিবুর রহমান মাটির নিচে চাপা পড়েন। স্থানীয়দের সহায়তায় পুলিশ মাটি সরিয়ে তাদের মৃতদেহ উদ্ধার করে।

বুধবার সকালে ঘটনাস্থলে যান রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা। তিনি দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিতে রাতের আঁধারে নির্বিচারে পাহাড় কাটছিল।

রামু থানার ওসি মো. আজমিরুজ্জামান জানান, মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: