রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:৩৭ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে বিদ্যুৎ বিভাগের অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি :: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যুৎ বিতরণ বিভাগ নেসকো কর্তৃক কৃষকের সেচ পাম্পের বিল সংশোধন, গ্রাহক হয়রানী, সীমাহীন ঘুষ-দূর্নীতি ও চরম অব্যবস্থাপনার প্রতিবাদে গাইবান্ধার গোবিন্দগঞ্জ নাগরিক কমিটি ও উপজেলা সেচ পাম্প মালিক সমিতির আয়োজনে ২১ অক্টোবর সকাল ১১ টায় থানা রোডে নেসকো বিদ্যুৎ অফিসের সামনে এক মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করা হয়েছে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নাগরিক কমিটির আহবায়ক এমএ মতিন মোল্লা, যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন আকন্দ, উপজেলা জেএসডি’র সভাপতি আইয়ুব হোসেন, বাসদ কেন্দ্রীয় নেতা ও গোবিন্দগঞ্জ রির্পোটার্স ফোরাম সভাপতি রফিকুল ইসলাম রফিক, ভোক্তামঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলমগীর হোসেন, উপজেলা ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা সেচ পাম্প মালিক সমিতির সভাপতি আবুল কাসেম ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাংবাদিক শাহ আলম সরকার সাজু, উপজেলা যুবমৈত্রী সভাপতি আশরাফুল ইসলাম সহ আরো অনেকে।

মানববন্ধন শেষে বিদ্যুৎ সচিব বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মণের মাধ্যমে বিদ্যুৎ গ্রাহকের ৫ দফা দাবী সম্বলিত স্মারক লিপি প্রদান করেন নেতৃবৃন্দ।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: