রবিবার, ০৫ মে ২০২৪, ১০:২৩ অপরাহ্ন

তেঁতুলিয়া থেকে সাইকেলে টেকনাফে

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি :: তেঁতুলিয়া থেকে সাইকেল চালিয়ে টেকনাফে পৌঁছেছেন সেনাবাহিনীর ১০০ সদস্য। এর মাধ্যমে সেনাবাহিনীর তত্ত্বাবধানে মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশন সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হল। মঙ্গলবার (১ ডিসেম্বর) কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ জিরো পয়েন্টে সমাপনী অনুষ্ঠান হয়।

এসময় ১০ আর্টিলারি ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ওমর সাদী জাতীয় পতাকা উড়িয়ে এই অনুষ্ঠানের সমাপ্ত করেন। উপস্থিত ছিলেন ৬ রেজিমেন্ট আর্টিলারীর অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ সফিউল আলম।

এ অনুষ্ঠানের মাধ্যমে মুজিব বর্ষকে ইতিহাসের পাতায় অমলীন করে রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর ১১ নারী সদস্যসহ ১০০ সেনা সদস্য তেঁতুলিয়ার বাংলাবান্ধা থেকে টেকনাফের শাহপরীরদ্বীপ পর্যন্ত মোট ১ হাজার ১০ কিলোমিটার পথ পাড়ি জমান। প্রতিদিন এই সাইক্লিং এক্সপেডিশনে ৭১জন সেনা সদস্য অংশ নেন।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: