রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৩:৪৩ অপরাহ্ন

পাঠাগার ও ফাউন্ডেশনের যাত্রা শুরু

নিউজ ডেস্ক :: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় আলহাজ্ব আমজাদ হোসেন জ্ঞানদ্বীপ পাঠাগার এবং জ্ঞানদ্বীপ ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছে। ১৪ ডিসেম্বর প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন সংসদ সদস্য ও বিরোধী দলীয় চীফ হুইপ মশিউর রহমান রাঙ্গা।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব নাসিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক নাজমুল করিম ডলার এবং রংপুর জেলা কমিটির সভাপতি রেজাউল করিম রেজা।

অনুষ্ঠানের শুরুতে উপস্থিত পাঠক এবং অতিথিদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অুনষ্ঠানে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ছাড়াও ফাউন্ডেশনের উদ্যোগে ত্রৈমাসিক মেধাবৃত্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত পনেরো জন শিক্ষার্থীর নাম প্রকাশ করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে বক্তব্য দেন শামীম সিদ্দিকী। মানপত্র পাঠ করেন পাঠাগারের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা সম্পাদক শ্যামলী বিনতে আমজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বেতার উপস্থাপক শাহারিয়া সিদ্দিকী।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: