শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:১৯ পূর্বাহ্ন

বাংলাদেশ সফরের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ

নিউজ ডেস্ক :: বাংলাদেশ সফরকে সামনে রেখে টেস্ট ও ওয়ানডে দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।

মঙ্গলবার ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) এই ঘোষণা দেয়।

আগামী ১০ জানুয়ারি বাংলাদেশ সফরে আসছে ক্যারিবিয়ানরা। এই সফরে দুটি টেস্টের পাশাপাশি তিনটি ওয়ানডে খেলবে তারা।

ওয়ানডে স্কোয়াড:

জেসন মোহাম্মদ (অধিনায়ক), সুনিল অ্যাম্ব্রিস, এনক্রুমা বনার, ‍জোশুয়া ডি সিলভা, জামার হ্যামিল্টন, চেমার হোল্ডার, আকিল হোসেইন, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, ‍আন্দ্রে ম্যাকার্থি, কিয়োরন ওটলি, রোভম্যান পাওয়েল, রেমন রেইফার, রোমারিও শেফার্ড, হেইডেন ওয়ালশ জুনিয়র।

টেস্ট স্কোয়াড:

ক্রেগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড, এনক্রুমা বনার, জন ক্যাম্পবেল, রাকিম কর্নওয়াল, জোশুয়া ডি সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, কাভেম হজ, ‍আলজারি জোসেফ, কাইল মায়ার্স, শাইনি মোসেলি, বীরাস্বামী পারমল, কেমার রোচ, রেমন রেইফার, জোমেল ওয়ারিকান।

ক্যারিবিয়ানরা ১৮ জানুয়ারি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ২০ ও ২২ জানুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে স্বাগতিকদের সঙ্গে খেলবে দুটি ওয়ানডে।

২৩ জানুয়ারি চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করবে দুই দল। একদিন বিরতি দিয়ে ২৫ জানুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ।

২৮ থেকে ৩১ জানুয়ারি এমএ আজিজ স্টেডিয়ামে চার দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলে লংগার ভার্সনের প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে ক্যারিবিয়ানরা। এরপর ৩ ফেব্রুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। ১১ ফেব্রুয়ারি ঢাকায় দ্বিতীয় টেস্ট শুরু হবে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: