বুধবার, ০৭ Jun ২০২৩, ০৪:২৪ পূর্বাহ্ন

শিরোনাম
মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক খাদ্য অধিকার ও কৃষি খাদ্যব্যবস্থা সম্মেলন ২৬-২৭ জুলাই নোয়াখালীতে উদ্যোক্তা তৈরিতে যুব সমাজ-স্থানীয়দের মতামত বিষয়ক কর্মশালা সুন্দরগঞ্জে মাধ্যমিক পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ প্রস্তাবিত বাজেট গণস্বার্থবিরোধী – বাম মোর্চা গ্রামের মানুষ যদি অর্থনৈতিক ভাবে ভাল হয় তাহলে দেশের অর্থনীতিও ভাল হয়–রেলপথ মন্ত্রী শিশুদের হাতে ২০৪১ এর বাংলাদেশের চাবিকাঠি- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৮৮ আটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকায় না গেলে কিচ্ছু যায় আসে না: প্রধানমন্ত্রী বাজেট প্রত্যাখ্যান করে বাসদ এর বিক্ষোভ অনুষ্ঠিত

ইতিহাস গড়ে নতুন বছর শুরু নিউজিল্যান্ডের

নিউজ ডেস্ক :: নতুন বছরের শুরুতে চমক দেয়ার বার্তা আগেই দিয়েছিল নিউজিল্যান্ড। সফরকারী পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচটিতে না হারলেই ক্রিকেট ইতিহাসে টেস্ট র‍্যাংকিংয়ে শীর্ষ ওঠা দেশগুলোর তালিকায় নাম লেখাবে নিউজিল্যান্ড ক্রিকেট দল।

হয়েছেও তাই। কিউইদের হারানো তো দূরে থাক, ড্রও করতে পারেনি পাকিস্তান। ক্রাইস্টচার্চে স্বাগতিকদের কাছে ইনিংস ও ১৭৬ রানের লজ্জার হারের স্বাদ পেয়েছে পাকিস্তান।

নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হওয়ার পর আজ বুধবার হালনাগাদ করা হয়েছে আইসিসির টেস্ট র‍্যাংকিং। যেখানে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে প্রথমবারের মতো শীর্ষস্থান দখল করেছে কেন উইলিয়ামসনের দল।

সবশেষ র‍্যাংকিং অনুযায়ী ২৭ ম্যাচে ৩১৯৮ পয়েন্ট ও ১১৮ রেটিং নিয়ে এক নম্বরে উঠেছে নিউজিল্যান্ড। তারা দুইয়ে নামিয়ে দিয়েছে অস্ট্রেলিয়াকে। কিউইদের প্রতিবেশী দেশটির নামের পাশে রয়েছে ২৬ ম্যাচে ৩০২৮ পয়েন্ট ও ১১৬ রেটিং।

এছাড়া ১০০’র বেশি রেটিং রয়েছে আর মাত্র দুটি দেশের। ১১৪ ও ১০৬ রেটিং নিয়ে যথাক্রমে তিন ও চারে জায়গা হয়েছে ভারত ও ইংল্যান্ডের। চলতি বোর্ডার-গাভাস্কার ট্রফিতে নিজেদের রেটিং বাড়ানোর সুযোগ রয়েছে ভারতের সামনে।

অন্যদিকে, নতুন এ হালনাগাদে দুঃসংবাদ বাংলাদেশের

নিউজটি শেয়ার করুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: