শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:৫১ অপরাহ্ন

শিরোনাম
হাতিয়ার উন্নয়নে সরকারের স্মার্ট বাংলাদেশ কর্মসূচিকে কাজে লাগানো হবে – মোহাম্মদ আলী এমপি সুপ্রিম কোর্টের নির্দেশে ৩৯ বছর পর জমি ফিরে পেলেন যদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার শিবালয়ে ১৫তম  মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়াবিদরা দেশের জন্য সম্মান বয়ে আনছে- ধর্মমন্ত্রী উজিরপুরে সৎসঙ্গ ফাউন্ডেশনের সেমিনার অনুষ্ঠিত শিবালয়ে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত লঞ্চের দড়ি ছিঁড়ে ৫ জনের মৃত্যু : আসামিদের তিন দিনের রিমান্ড ঈদের দিনে সদরঘাটে দুর্ঘটনায় ঝরল ৫ প্রাণ সৌদির সাথে মিল রেখে নোয়াখালীর ৪ গ্রামে ঈদ উদযাপন নোয়াখালীতে দুর্বৃত্তরা ঘর আগুনে পুড়ে দিয়েছে, ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

ইভ্যালিতে যুক্ত হলো হ্যামকো

নিউজ ডেস্ক :: দেশিয় ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি’র সাথে যুক্ত হলো দেশের অন্যতম বৃহৎ ইলেকট্রনিক্স পণ্য তৈরি ও সরবরাহকারী প্রতিষ্ঠান হ্যামকো ইলেকট্রনিক্স। এর মধ্যদিয়ে হ্যামকো ইলেকট্রনিক্সের ফ্যান, লাইট, ইলেকট্রিক সুইস, ব্যাটারিসহ বিভিন্ন পণ্য সামগ্রী নানারকম মূল্যছাড়ের মাধ্যমে কিনতে পারবেন ইভ্যালির গ্রাহকেরা।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ইভ্যালির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয় সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ইভ্যালির প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং হ্যামকো ইলেকট্রিক ও ইলেকট্রনিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসান মাহমুদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এ বিষয়ে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল বলেন, ‘আমরা চাই ভোক্তাকে তার সাধ্যের মধ্যে সঠিক এবং ভালো পণ্য ও সেবা প্রদান করতে। সে লক্ষ্যে আমরা প্রতিনিয়ত দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোকে ইভ্যালিতে যুক্ত করছি। আশাকরি হ্যামকো ইলেকট্রনিক্সের নানারকম পণ্য ইভ্যালির মাধ্যমে আমরা গ্রাহকের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এক সাথে কাজ করে যাব।’

অনুষ্ঠানে ইভ্যালির ক্যাটাগরি হেড (ফ্যাশন ও লাইফস্টাইল) মোহাম্মদ আবু তাহের সাদ্দাম, সহকারী ব্যবস্থাপক (ব্যবসায় উন্নয়ন) মো. রাইয়ান ফেরদৌস এবং হ্যামকো ইলেকট্রনিক্সের কারখানা প্রধান মো. আজিজুর রহমান, এজিএম (বিক্রয় ও বিপণন) মো. বদর উদ্দিন, সহকারী পরিচালক (অ্যাকাউন্ট) মো. মনিমুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এআই/এসএ/


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: