শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম
চৌদ্দগ্রামে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ, প্রখর রোদে মুসল্লিদের কান্না হাতিয়ায় সৈকতে দেখা মিলল ‘ইয়েলো বেলিড সি স্নেক’ ফসলি জমি কেটে মাটির ব্যবসা: ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকা জরিমানা মাটি ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদে কুমিল্লার মফিজুর রহমান বাবলু সিনেমা হলে দেখা যাবে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের গল্প দেশে পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এশিয়া : ডাব্লিউএমও নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ মিছিল জাতি হিসেবে আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে গেছে মুজিবনগর সরকার-ধর্মমন্ত্রী

ডিএসইতে সূচকের উল্লম্ফন

নিউজ ডেস্ক :: পুঁজিবাজারে আজও মূল্যসূচকের বড় উল্লম্ফন ঘটেছে। আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২ দশমিক ৪১ শতাংশ বেড়েছে। তবে সূচক বাড়লেও লেনদেন কিছুটা কমেছে বাজারে।

আগের দিনের মূল্য সংশোধনের পর আজ দিনের শুরু থেকেই সূচক ছিল উর্ধমুখী। বেলা বাড়ার সাথে সাথে সূচকও বাড়তে থাকে। লেনদেনের এক পর্যায়ে ডিএসইএক্স ৫ হাজার ৯৪২ দশমিক ৫৭ পয়েন্টে উঠে গেলেও পরে তা কিছুটা কমে আসে। দিনশেষে ডিএসইএক্সের অবস্থান দাঁড়ায় ৫ হাজার ৯০৯ দশমিক ৩০ পয়েন্ট, যা আগের দিনের চেয়ে ১৩৯ দশমিক ৩০ পয়েন্ট বেশি।

ডিএসইএক্সের আজকের অবস্থান গত ২ মাসের মধ্যে সর্বোচ্চ। এর চেয়ে উপরে ৫ হাজার ৯২৪ দশমিক ৫৩ পয়েন্ট ছিল ২০১৯ সালের ২৯ জানুয়ারি।

আজ ডিএসইতে ২ হাজার ৭০ কোটি ৮৫ লাখ টাকা মূল্যের শেয়ার কেনাবেচা হয়, যা আগের দিনের চেয়ে ৩৭ কোটি ৬৪ লাখ টাকা বা ১ দশমিক ৭৮ শতাংশ কম।

আজ বাজারে ৩৬২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়, এর মধ্যে ১৫৯টির দাম বেড়েছে, কমেছে ১৩৩টির দাম। আর ৭০টির দাম ছিল অপরিবর্তিত।

আরকে//


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: