শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:১০ অপরাহ্ন

শিরোনাম
চৌদ্দগ্রামে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ, প্রখর রোদে মুসল্লিদের কান্না হাতিয়ায় সৈকতে দেখা মিলল ‘ইয়েলো বেলিড সি স্নেক’ ফসলি জমি কেটে মাটির ব্যবসা: ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকা জরিমানা মাটি ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদে কুমিল্লার মফিজুর রহমান বাবলু সিনেমা হলে দেখা যাবে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের গল্প দেশে পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এশিয়া : ডাব্লিউএমও নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ মিছিল জাতি হিসেবে আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে গেছে মুজিবনগর সরকার-ধর্মমন্ত্রী

তৃতীয় সারির দলের কাছে হেরে বিদায় রিয়ালের

নিউজ ডেস্ক :: স্প্যানিশ কোপা দেল রের শেষ ৩২ থেকে বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ। তৃতীয় সারির দল আলকোইয়ানোর কাছে হেরে গেছে তারা। গত বৃহস্পতিবারই স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাও’র কাছে হেরে বিদায় নিয়েছিল জিদানের দল।

বুধবার (২০ জানুয়ারি) আলকোইয়ানোর মাঠে ২-১ গোলে হেরেছে রিয়াল। যদিও বিজয়ী দলটি ম্যাচের অতিরিক্ত সময়ে খেলেছিল ১০ জন নিয়ে। তবে মিলিতাওয়ের গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল রিয়াল। এরপর সমতা টানেন হোসে সোলবেস। আর শেষে হুয়ানন কাসানোভার গোলে অবিশ্বাস্য জয় নিয়ে মাঠ ছাড়ে আলকোইয়ানো।

তৃতীয় সারির দলটির বিপক্ষে নিয়মিত খেলোয়াড়দের অনেককে বাইরে রেখে খেলতে নেমেছিল রিয়াল। কয়েকটি সুযোগ নষ্টের পর তারা এগিয়ে যায় বিরতির ঠিক আগে। ৪৫তম মিনিটে করিম বেনজেমার ক্রস থেকে গোল করে রিয়ালকে এগিয়ে নেন ইদার মিলিতাও। ১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।

বিরতি থেকে ফিরে ৮০তম মিনিটে গোল করে দলকে সমতা ফেরান হোসে সোলবেস। এই সমতা নিয়ে শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটের খেলা।

এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ১১০ মিনিটের মাথায় দশজনের দলে পরিণত হয় আলকোইয়ানো। এ সময় লাল কার্ড দেখে ফিরে যান রামোন লোপেজ। কাসেমিরোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন স্বাগতিক দলের এই মিডফিল্ডার।

প্রতিপক্ষের একজন কম থাকার সুযোগও কাজে লাগাতে পারেনি রিয়াল। উল্টো ১১৫ মিনিটের মাথায় গোল খেয়ে বসে রিয়াল। আলকোইয়ানোকে এগিয়ে নেন হুয়ানন কাসানোভা। বক্সের ছয় গজ বাইরে থেকে বাঁ পায়ের শটে ঠিকানা খুঁজে নেন হুয়ানন।

তার গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য বদলে দেয়। ১০ জন নিয়ে খেলেও রিয়ালকে ছিটকে দেয় কোপা দেল রের শেষ ৩২ থেকে।
এএইচ/এসএ/


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: