সোমবার, ০৫ Jun ২০২৩, ০৩:৪০ অপরাহ্ন
নিউজ ডেস্ক :: আরএফএল গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বঙ্গ বিল্ডিং ম্যাটারিয়ালস লিমিটেডের সেরা, স্টিকি, সাউদি, কমফি, প্লেটাইম, ইটালটেক, প্রটেকটর, লরেল, ব্রাভো, রোডবিট, লকটাইট ও সাপোর্ট ব্রান্ডের বিভিন্ন পণ্য পরিবেশনের সঙ্গে সংশ্লিষ্ট পরিবেশকদের নিয়ে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার হবিগঞ্জের দ্য প্যালেস লাক্সারি রিসোর্টে অনুষ্ঠিত এ সম্মেলনে শীর্ষ ৫০ জন পরিবেশককে পুরস্কৃত করা হয়।
প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী, আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল, বঙ্গ বিল্ডিং ম্যাটারিয়ালস (ট্যাঙ্ক) গ্রুপের প্রধান পরিচালন কর্মকর্তা কাজী রাশেদুল ইসলাম এবং হেড অব মার্কেটিং ফাহিম হোসেনসহ বিক্রয় ও বিপণন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
বিএ/এমকেএইচ