শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৭:৫২ পূর্বাহ্ন

শিরোনাম
হাতিয়ার উন্নয়নে সরকারের স্মার্ট বাংলাদেশ কর্মসূচিকে কাজে লাগানো হবে – মোহাম্মদ আলী এমপি সুপ্রিম কোর্টের নির্দেশে ৩৯ বছর পর জমি ফিরে পেলেন যদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার শিবালয়ে ১৫তম  মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়াবিদরা দেশের জন্য সম্মান বয়ে আনছে- ধর্মমন্ত্রী উজিরপুরে সৎসঙ্গ ফাউন্ডেশনের সেমিনার অনুষ্ঠিত শিবালয়ে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত লঞ্চের দড়ি ছিঁড়ে ৫ জনের মৃত্যু : আসামিদের তিন দিনের রিমান্ড ঈদের দিনে সদরঘাটে দুর্ঘটনায় ঝরল ৫ প্রাণ সৌদির সাথে মিল রেখে নোয়াখালীর ৪ গ্রামে ঈদ উদযাপন নোয়াখালীতে দুর্বৃত্তরা ঘর আগুনে পুড়ে দিয়েছে, ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

করোনার ভ্যাকসিন কবে পাওয়া যাবে জানালেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার জানিয়েছেন, চলতি বছরের শেষ দিকেই করোনাভাইরাসের ভ্যাকসিন হাতে পাওয়ার ব্যাপারে আশাবাদী যুক্তরাষ্ট্র।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা খুবই আত্মবিশ্বাসী যে এ বছরের শেষ নাগাদ আমরা করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করে ফেলব।’ ফক্স নিউজ একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছিল ওয়াশিংটন ডিসির লিঙ্কন মেমোরিয়ালে। সেখানেই এ কথা বলেন ট্রাম্প। সংবাদমাধ্যম রয়টার্স এ খবর জানিয়েছে।

ট্রাম্প আরো বলেন, এ বছরের সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার আবেদন জানাবেন। তিনি বলেন, ‘আমি চাই ওরা ফিরুক।’

করোনার ভ্যাকসিন আবিষ্কার করতে সর্বাধিক বা সবচেয়ে দ্রুত কতটা সময় লাগতে পারে, তা নিয়ে সর্বোচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্রে। করোনাজনিত কোভিড-১৯ রোগের সংক্রমণ দূর করতে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা ভ্যাকসিন আবিষ্কারের কাজে ব্যস্ত রয়েছেন।

ট্রাম্প জানিয়েছেন, কোন দেশ আগে করোনার ভ্যাকসিন আবিষ্কার করল, তাতে তাঁর কিছু যায়-আসে না। তিনি কেবল ভ্যাকসিন পেতে চান। ট্রাম্প বলেন, ‘আমি কেবল কার্যকর একটি ভ্যাকসিন পেতে চাই। আমি কিছু পরোয়া করি না। যদি অন্য কোনো দেশ এটা (ভ্যাকসিন আবিষ্কার) করতে পারে, তাহলে আমি টুপি খুলে তাদের অভিবাদন জানাব।’

মানুষের ওপর সরাসরি করোনার ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ ক্ষতিকর কি না, সে প্রশ্নেরও সোজাসাপ্টা উত্তর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন, ‘স্বেচ্ছাসেবীরা আছেন, তাঁরা জানেন তাঁরা কী পাচ্ছেন।’

ট্রাম্প জানান, তিনি তাঁর কর্মকর্তাদের সঙ্গে কথা বলেই এ ভ্যাকসিনের বিষয়টি জেনেছেন। করোনার ভ্যাকসিন এ বছরের শেষ নাগাদ পাওয়া যাবে, সে কথা বলার পর ট্রাম্প বলেন, ‘চিকিৎসকরা বলবেন, আপনার এটা বলা উচিত নয়, কিন্তু আমার যা মনে হয়, তাই বলব…আমার মনে হয়, আগে হোক বা পরে, একটা ভ্যাকসিন আমরা পাব।’


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: