মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০১:২৮ পূর্বাহ্ন

এক যুগের বেশি প্রতীক্ষা শেষে শেনজেনভুক্ত রোমানিয়া ও বুলগেরিয়া

এক যুগেরও বেশি সময় প্রতীক্ষার পরে শেনজেন অঞ্চলে আংশিক প্রবেশ ঘটল ইউরোপের দেশ বুলগেরিয়া ও রোমানিয়ার। ভ্রমণকারীরা এখন সমুদ্র বা আকাশপথে ভ্রমণের সময় ভিসা এবং পাসপোর্টের প্রয়োজন ছাড়াই দুটি পূর্ব ইউরোপীয় দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের বাকি অংশগুলির মধ্যে ভ্রমণ করতে পারবেন। খবর ডয়েচভেলে

অস্ট্রিয়ার ভেটোর কারণে স্থল পথে এখনো শেনজেনে যুক্ত হতে পারেনি বুলগেরিয়া ও রোমানিয়া। কারণ হিসেবে বলা হয়, স্থলপথে এই দেশগুলো হয়ে সহজে ইউরোপীয় নন এমন অভিবাসীরা ইউরোপীয় ইউনিয়নের বাকি দেশগুলোতে পৌঁছে যেতে পারবেন।

‘এটি দুই দেশের জন্যই একটি বড় সাফল্য।’ গত শনিবার বলেন ইইউর প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন। তিনি আরও বলেন, ‘এটি এই এলাকার জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। অবাধ চলাচলের জন্য বিশ্বের বৃহত্তম এলাকা এটি। আমরা সবাই মিলে আমাদের সমস্ত নাগরিকের জন্য একটি শক্তিশালী, আরও ঐক্যবদ্ধ ইউরোপ তৈরি করছি।’

শেনজেন অঞ্চলটি ২৫টি অন্যান্য ইইউ সদস্য রাষ্ট্রের সাথে অ-ইইউ রাজ্যগুলি সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড এবং লিচেনস্টাইন নিয়ে গঠিত।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: