শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:০৮ অপরাহ্ন

নিরাপত্তা পরিষদে গাজা যুদ্ধবিরতির প্রস্তাব পাস

ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাস হয়েছে। যুদ্ধবিরতির জন্য মোজাম্বিকের প্রস্তাবে হ্যাঁ ভোট পড়েছে ১৪টি। তবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র ভোটের সময় অনুপস্থিত ছিল।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। প্রতিক্রিয়ায় গাজা উপত্যকাসহ অধিকৃত পশ্চিম তীর ও জেরুজালেমে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। যুদ্ধের পর থেকে গোটা গাজাকে অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েলি বাহিনী। সেখানে ত্রাণ সহায়তাও প্রবেশে বাধা দিচ্ছে তারা।

গাজা যুদ্ধ বন্ধে নিরাপত্তা পরিষদে একাধিকবার প্রস্তাব তোলা হয়েছিল। তবে, এর সবকটিতে ভেটো দেয় যুক্তরাষ্ট্র। শুধুমাত্র একবার ভেটো দেয় রাশিয়া ও চীন।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব পাস করার জন্য ১৫ সদস্যদের মধ্যে অন্তত ৯ সদস্যের পক্ষ থেকে হ্যাঁ ভোট প্রয়োজন। তবে, স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন বা রাশিয়া যদি না ভোট দেয়, তাহলে তাৎক্ষণিকভাবে পুরো প্রক্রিয়া ভেস্তে যাবে।

সূত্র: বিবিসি


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: